Crime News: স্ত্রী খুনের কথা স্বীকার করার পরই বাড়ি ফিরল দেড় বছর নিঁখোজ থাকা স্বামী

Published : Jul 28, 2023, 02:56 PM ISTUpdated : Jul 28, 2023, 03:13 PM IST
kerala crime

সংক্ষিপ্ত

নিখোঁজ স্বামী নওশাদ দেড় বছর পরে শুক্রবার সকালেই বাড়ি ফিরেছে। তবে তিনি স্ত্রীর স্বীকারোক্তি, নিখোঁজ ডায়েরি - এই সবের কিছুই জানতেন না বলেও জানিয়েছেন পুলিশকে । 

পাক্কা দেড় বছর ধরে স্বামী নিখোঁজ। শেষপর্যন্ত স্ত্রী স্বীকার করে নিয়েছিল যে সেই তার স্বামীকে হত্যা করেছে। এই অবস্থায় স্ত্রী যখন পুলিশের জালে ঠিক সেই সময়ই ঘরে ফিরল নিঁখোঁজ স্বামী। কেরলার এই ঘটনায় দিশেহারা পুলিশ। স্বামী অবশ্য ঘরে ফিরে জানিয়েছে সে এই সবের বিন্দুবিসর্গ জানত না। কেরলের ইয়েদুকি জেলার পুলিশ পাথানামথিট্টার পদমের ঘটনায় কিছুটা হলেও সমস্যায় পড়েছে।

নিখোঁজ স্বামী নওশাদ শুক্রবার সকালেই বাড়ি ফিরেছে। কিন্তু এই খবর জানাজানি হতেই তাকে নিয়ে আসা হয় থুডুপুধাজিওয়াই এসপি অফিসে। সেখানেই তারে জেরা করা হয়। জেরায় নওশাদ জানিয়ে দেন ,স্ত্রী সঙ্গে দাম্পত্য কহলের জন্যই তিনি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। তাদের প্রায়ই ঝগড়া হত। তাতেই বিরক্ত হয় ঘরবাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু তার চলে যাওয়ার পরেই যে নিখোঁজ ডায়েরি করা হয়েছে সেই সম্পর্কে তিনি কিছুই জানতেন না। পুলিশ জানিয়েছে, নওশাদের বাবা ছেলে নিখোঁজের ডায়েরি করে। নওশাদের বাড়ি ছাড়ার পরই নিখোঁজ ডায়েরি করা হয়। তদন্তে নেমে পুলিশ নওশাদের স্ত্রী আফশানাকে একাধিকবার জেরা করে। জেরায় আফশানা স্বীকার করে নেয় সেই তার স্বামীকে হত্যা করেছে। তারপর থেকে পুলিশের জালে আফশানা। কিন্তু এদিন নওশাদ জানিয়ে দেয় , তিনি তাঁর স্ত্রীর এই স্বীকারোক্তির ব্যাপারে কিছুই জানতেন না। দীর্ঘদিন পর বাড়ি ফিরেই এই সবকিছু জানতে পারেছেন।

নওশাদ আরও জানিয়েছে, তার নিজের কোনও মোবাইল ফেন ছিল না। সেই কারণে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর সে আর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তিনি আরও জানিয়েছেন একটি রবার বাগানে কর্মী হিসেবে এই দেড় বছর কাজ করেছে। অন্যদিকে বৃহস্পতিবারই আফশানা জানিয়েছিল সে তার স্বামীকে খুন করেছে। তবে নওশাদ বা়ড়ি ফেলার তাঁর পরিবারের সদস্যরা রীতিমত খুশি। তাঁর বাবা ও মা খুব খুশি হয়েছে। কিন্তু কী হবে স্ত্রীর ভবিষ্যৎ- তাই নিয়ে চিন্তুত গোটা পরিবার।

আরও পড়ুনঃ

Relationship: স্মার্টফোনের কারণে ভেঙে যেতে পারে বিয়ে, এই পাঁচটি জিনিস থেকে এখনই সাবধান হয়ে যান

Chandrayaan-3: মহাশূণ্যে চন্দ্রযান - ৩, পোলিশ টেলিস্কোপে ধরা পড়ল সেই ভিডিও- দেখুন আপনিও

Crime News: নিজের ১১ দিনের সন্তান বিক্রি করে ধরা পড়ল বিধবা মা, পুলিশের জালে আরও ২

 

PREV
click me!

Recommended Stories

বিএলও-দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারকে কড়া নির্দেশ শীর্ষ আদালতের
বন্দে মাতরম সম্পাদনা কি দেশভাগের কারণ? অমিত শাহের মন্তব্যে তোলপাড়