প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা
প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনার লক্ষ্য দেশের ১০০ পিছিয়ে পড়া কৃষি জেলার উন্নতি করে। কৃষকদের দেওয়া হবে প্রযুক্তিগত প্রশিক্ষণ, ফসল বৈচিত্র্য, আধুনিক বীজ, সংরক্ষণ ও বিপণনের সুবিধা। প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা চালু হয়েছে ১৬ জুলাই ২০২৫ থেকে।