সর্বত্র আধার নম্বর দিয়ে পড়ছেন বিপাকে, গোপনীয়তা করুন এই বিশেষ কাজ, ব্যবহার করুন বিশেষ কার্ড

Published : Oct 12, 2024, 01:33 PM IST
Baal Aadhar Card Update

সংক্ষিপ্ত

আধার কার্ডের নম্বর নিয়ে জালিয়াতি রুখতে UIDAI এর মাস্কড আধার কার্ড ব্যবহার করুন। এই কার্ডে সম্পূর্ণ আধার নম্বর দেখা যায় না, ফলে জালিয়াতির ঝুঁকি কমে। UIDAI ওয়েবসাইট থেকে সহজেই মাস্কড আধার ডাউনলোড করুন।

সব জায়গায় আধার কার্ডের নম্বর দিতে হয়। আবার এই নম্বর দিয়েই তৈরি হচ্ছে বিপত্তি। অনেক ক্ষেত্রে জালিয়াতির শিকার হতে হচ্ছে। এবার আর নয়। এবার থেকে জালিয়াতি থেকে বাঁচতে আধার কার্ডের নম্বর রাখুন গোপনীয়। নিশ্চয়ই ভাবছেন, কোথাও আধার দেওয়া বাধ্যতামূলক হলে কী করবেন? রইল বিশেষ টিপস।

ব্যবহার করুন মাস্ক আধার কার্ড। UIDAI দিয়ে থাকে এই সুবিধা। এই কার্ডে ফোটোগ্রাফ এবং QR কোর্ড দেখা গেলেও পুরো আধার নম্বর দেখা যায় না।

কেন ব্যবহার করবেন

আধার ব্যবহার করে অনেকে জালিয়াতির শিকার হয়েছেন। এই বিশেষ কার্ড ব্যবহার করলে মিলবে একাধিক সুবিধা আছে। যথা, আপনার কার্ডের গোপনীয়তা রক্ষা হবে। আপনার কার্ডের নম্বরের অপব্যবহার হবে না। তেমনই এটি বেশিরভাগ সংস্থা গ্রহণ করবে।

কীভাবে বানাবেন-

UIDAI -র অফিসিয়াল ওয়েবসাইডে যান। সেখানে মাই আধার বিভাগে হিয়ে ডাউনলোড আধারে ক্লিক করুন।

হয়ে গেলে অপশন আসবে সেখানে ১২ সংখ্যার আধার নম্বর বা ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডি লিখুন।

এবার লিখুন আপনার পুরো নাম। লিখতে হবে পোস্টকোর্ড এবং নিরাপত্তা কোড।

এর পর আবার আসবে নতুন স্টেপ। সেখানে আপনার পছন্দ নির্বাচন করুন। সেখানেই পাবেন এই বিশেষ অপশন। মাস্কড আধার অপশনটি বেছে নিন।

এবার ওটিপি দিন। আধারে দেওয়া মোবাইলে আসবে ওটিপি। সঠিক ওটিপি দিলে সহজে সব পদ্ধতি সম্পন্ন হবে।

তারপর পাসওয়ার্ড দিতে হবে। পিডিএফ ফরম্যাটে মাস্কড আধার ডাউনলোড করে নিন।

তাই দেরি না করে বানিয়ে ফেলুন এই কার্ড। 

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল