বন্দে ভারতের গতিবেগ নিয়ে অবাক করা তথ্য, রইল দেশের সবথেকে দ্রুত গতির বন্দে ভারত এক্সপ্রেস

Published : May 22, 2025, 02:58 PM ISTUpdated : May 22, 2025, 03:08 PM IST

Vande Bharat Speed:দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন হল বন্দে ভারত। বর্তমানে দেশের একাধিক রুটে চলে এই ট্রেন। কিন্তু সম্প্রতি তথ্যের অধিকার আইনে এই ট্রেনের গতি নিয়ে প্রকাশ্যে এসেছে একাধিক তথ্য। 

PREV
115
বন্দে ভারত

দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন হল বন্দে ভারত। বর্তমানে দেশের একাধিক রুটে চলে এই ট্রেন।

215
চালু হচ্ছে স্লিপার ক্লাস

বন্দে ভারত বর্তমানে চেয়ারকার হিসেবেই দেশের একাধিক রুটে চলছে। আগামী দিন স্লিপারক্লাস ট্রেন চালু হবে। প্রস্তুতি চলছে জোরদার।

315
মোদী সরকারের দাবি

রীতিমত ঢাঁকঢোল পিটিয়েই দেশে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করেছিল মোদী সরকার। পরবর্তীকালেও বন্দে ভারত ট্রেন নিয়ে একাধিক দাবি করেছে মোদী সরকার। নরেন্দ্র মোদী বন্দে ভারত নিয়েও ভারতবাসীকে একাধিক স্বপ্ন দেখিয়েছেন।

415
খাতায় কলমে বন্দে ভারতের গতি

খাতায় কলমে বন্দে ভারতের গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার। কিন্তু পরিসংখ্যান বলছে এত দ্রুত চলে না এই ট্রেন।

515
পরিসংখ্যান অনুযায়ী গতি

পরিসংখ্যান বলছে দেশের কোন রুটেই বন্দে ভারত ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে চলে না। বরঞ্চ তার থেকে অনেক কম গতিতেই চলে।

615
বর্তমানে গতি

পরিসংখ্যান অনুযায়ী বন্দে ভারতের গতি ঘণ্টায় ৯৪.৯২ কিলোমিটার। বারাণসী-নিউ দিল্লি রুটে এই গতিতে চলে ট্রেন। তবে কোনও কোনও রুটে এই গতির থেকে অনেক কম গতিতে চলে বন্দে ভারত এক্সপ্রেস।

715
বাংলায় গতি

বাংলার একাধিক রুটে বন্দে ভারতের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের থেকে অনেক কম বলেও দাবি করা হয়েছে পরিসংখ্যানে। বাংলায় বন্দে ভারতের গড় গতিবেগ ঘণ্টায় ৮১ কিলোমিটার।

815
আরও কম গতিতে চলে

বাংলায় বন্দে ভারতের গত গতিবেগ কয়েকটি রুটে গড় গতিবেগের তুলনায় কম। বাংলায় একধিক রুটে বন্দে ভারত ট্রেন চলে ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিতে।

915
আরটিআই

সম্প্রতি আরটিআই আইনের অধীনে করা একটি প্রশ্নের জবাবে দেশে আপ-ডাউন মিলিয়ে দেশের ১৩৬টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলে। তথ্যের অধিকার আইনে এক্সপ্রেসের ট্রেনের গড় গতি সংক্রান্ত তথ্য সমানে এসেছে।

1015
কেন্দ্রীয় সরকারের ঘোষণা

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ঘণ্টায় ১৬০-১৮০ কিলোমিটার গতিতে চলতে পারে বলে একাধিকবার ঘোষণা করেছে মোদী সরকার। কিন্তু বাস্তবে তা হচ্ছে বলেও দাবি করছে আরটিআই-এর তথ্য।

1115
সবথেকে দ্রুতগতির বন্দে ভারত

আরটিআই তথ্য অনুযায়ী সবথেকে দ্রুতগতির বন্দে ভারত ট্রেন চলে বারাণসী - নিউদিল্লি রুটে। গতিবেগ ঘণ্টায় ৯৮.৯২ কিলোমিটর।

1215
সবথেকে কম গতির বন্দে ভারত

সবথেকে কম গতির বন্দে ভারত চলে কোয়েম্বাটোর-বেঙ্গলুরু ক্যান্টনমেন্ট রুটে। ঘণ্টায় ৫৮.১১ কিলোমিটার।

1315
বাংলায় বন্দে ভারত

বাংলায় ৯টি রুটে চলে বন্দে ভারত এক্সপ্রেস।

1415
গতিবেগ

একমাত্র পাটনা-হাওড়া এবং হাওড়া-গয়া বন্দে ভারত গড়ে যথাক্রমে ঘণ্টায় ৮০.৬৫ কিলোমিটার এবং ৮০.৪৮ কিলোমিটার

1515
বাকি ট্রেনের গতি

হাওড়া-রাউরকেল্লা, হাওড়া-রাঁচি, এনজেপি-গুয়াহাটি, এনজেপি-পাটনা, হাওড়া-এনজেপি, হাওড়া-ভাগলপুর এবং হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের গড় গতি ঘণ্টায় ৭৭ কিলোমিটারের বেশি হয়নি।

Read more Photos on
click me!

Recommended Stories