Train Problem at Howrah division: হাওড়া স্টেশনের ওপর চাপ কমাতে গিয়ে সাঁতরাগাছিকে ঢেলে সাজাচ্ছিল রেল। কিন্তু ফল হল হিতে বিপরীত। প্রায় থমকে গেল রেলের চাকা।
Train Problem at Howrah division: যাত্রী ভোগান্তি চরমে। এমনিতেই হাওড়া ডিভিশনের বিশেষ করে সাউথ ইস্টার্নের যাত্রীদের ট্রেন দেরিতে চলা নিত্যদিনের সমস্যা। কিন্তু এখন ট্রেনই প্রায় চলছে না। কোনও ট্রেন এক ঘণ্টা কোনও ট্রেন দুই ঘণ্টা আবার কোনও ট্রেন প্রায় পাঁচ ঘণ্টা দেরি চলছে। কিছু ট্রেন তো আবার বাতিলই করা হয়েছে। ট্রেনের প্রতীক্ষায় যাত্রীরা ঘণ্টার ঘণ্টার এই অসহ্য গরমে বসে রয়েছে হাওড়া স্টেশনে। কিন্তু সমস্যার সমাধান কবে হবে তা নিয়ে মুকে প্রায় কুলুপ এঁটেছে রেল কর্তৃপক্ষ।
হাওড়া ডিভিশনের দক্ষিণ-পূর্ব রেলে যাতায়াত বিশেষ করে লোকাট ট্রেনে যাতায়াত যাত্রীদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ-পূর্ব রেল টাইম টেবিল মেনে চলে না- এই অভিযোগ দীর্ঘদিনের। সমস্যা সমাধানে একাধিক পদক্ষেপ করেছে রেল কর্তৃপক্ষ। কিন্তু সমস্যার সমাধান হয়নি। এবার যাত্রীদের সমস্যার সমাধানে শালিমার ও সাঁতরাগাছি স্টেশনের উন্নয়নের দিকে নজর দিয়েছে। তাতেই সমস্যা আরও বাড়ে গেছে। ট্রেন দেরিতে চলা তো দূরের কথা প্রায় থমকে গেছে ট্রেনের চাকা। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা বলতে পারছে না রেল কর্তৃপক্ষ।
হাওড়া স্টেশনের ওপর চাপ কমাতে সাঁতরাগাছি রেল ইয়ার্ডকে ঢেলে সাজানো হচ্ছে। সাঁতরাগাছি স্টেশনের প্রায় এক লক্ষ বর্গকিলোমিটার এলাকা জুড়ে পাঁচতলা ভবন পার্কিং লট, কোন এক্সপ্রেসওয়েকে যুক্ত করার জন্য ব়্যাম্প তৈরি হয়েছে। নতুন লাইন আর সিগনালিং ব্যবস্থাও উন্নত হচ্ছে। ১৮ মে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু রবিবার কাজ শেষ হলেও এখনও স্বাভাবিক হল না যাত্রী পরিষেবা। উল্টে আরও ভোগান্তির শিকার হতে হল দক্ষিণ-পূর্ব রেলওয়ের যাত্রীদের।
রেলের একটা অংশের দাবি, ১৮ মে কাজ শেষ হওয়ার পরেও নন-ইন্টারলকিং সিগন্যাল ব্যবস্থায় ত্রুটি থেকে গিয়েছে। নন-ইন্টারলকিং সিগন্যাল ব্যবস্থা সঠিক ভাবে কাজ না-করায় সোমবার থেকেই দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ট্রেন চলাচল ব্যাহত হয়। মঙ্গলবার সেই সমস্যা আরও তীব্রতর আকার নেয়। কবে সমস্যা মিটবে তা কোনও উত্তর নেই রেলের কাছে। যার কারণে বাতিল করা হয়েছে কয়েকটি দূরপাল্লার ট্রেনও। আর যেগুলি চলছে সেগুলি কোনও টাইম টেবিলের ধার ধারছে না।
রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, সাঁতরাগাছি রেল ইয়ার্ডে নন-ইন্টারলকিং সিগন্যালে কাজ চলার কারণেই ভোগান্তি। লোকাল ট্রেনের পাশপাশি দূরপাল্লার ট্রেনও দেরিতে চলছে। যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের


