110
গত কয়েক মাসে দেশের বিভিন্ন শহরে বাড়ি তৈরির খরচ কমে গিয়েছে, ফলে বহু মানুষের সুবিধা হচ্ছে
এখন বাড়ি তৈরি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বেশিরভাগ মানুষই ব্যাঙ্ক থেকে ঋণ নেন। এক্ষেত্রে এখন অনেক সুবিধা হচ্ছে।
Subscribe to get breaking news alertsSubscribe 210
রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়ায় বাড়ি বা ফ্ল্যাট কেনা সহজ হচ্ছে
চলতি বছরের ফেব্রুয়ারিতে রেপো রেট ১০০ বেসিস পয়েন্ট কমিয়ে দেয় রিজার্ভ ব্যাঙ্ক। এরপরেই বাড়ি বা ফ্ল্যাট কেনার খরচ কমে গিয়েছে।
310
গুজরাটের রাজধানী আমেদাবাদে বাড়ি বা ফ্ল্যাট কেনার খরচ সবচেয়ে কম, বলছে সমীক্ষা
এক সমীক্ষায় দাবি করা হয়েছে, এখন সারা দেশের মধ্যে আমেদাবাদেই বাড়ি বা ফ্ল্যাট কেনার খরচ সবচেয়ে কম।
410
বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য ঋণ নিয়ে আমেদাবাদেই সবচেয়ে কম ইএমআই দিতে হয়
এক সমীক্ষায় দাবি করা হয়েছে, আমেদাবাদে বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য যাঁরা ব্যাঙ্ক থেকে ঋণ নিচ্ছেন, তাঁদের গড় আয়ের ১৮ শতাংশ ইএমআই হিসেবে দিতে হচ্ছে।
510
সারা দেশের বড় শহরগুলির মধ্যে আমেদাবাদেই গৃহঋণের ইএমআই এখন সবচেয়ে কম
একজন ব্যক্তি মাসিক বা বার্ষিক যত টাকা রোজগার করেন, তাঁর সর্বোচ্চ ৪০ শতাংশ অর্থ গৃহঋণের ইএমআই হতে পারে। আমেদাবাদে ইএমআই জাতীয় গড়ের চেয়ে অনেক কম।
610
সারা দেশে বাড়ি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কম খরচের তালিকায় তৃতীয় কলকাতা
মহারাষ্ট্রের পুণেতে গড় আয়ের ২২ শতাংশ ইএমআই হিসেবে দিতে হয়। কলকাতায় গড় আয়ের ২৩ শতাংশ ইএমআই হিসেবে দিতে হয়।
710
সারা দেশে সবচেয়ে কম খরচে বাড়ি, ফ্ল্যাট কেনা যায় আমেদাবাদ, পুণে ও কলকাতায়
সমীক্ষা বলছে, দেশের বিভিন্ন মেট্রো শহরের তুলনায় আমেদাবাদ, পুণে ও কলকাতায় গৃহঋণের ইএমআই কম।
810
শুধু কম ইএমআই নয়, কলকাতায় বাড়ি বা ফ্ল্যাটের দামও অনেক শহরের তুলনায় কম
বাড়ির দাম, গড় আয়, গৃহঋণের অঙ্ক হিসেব করে ঠিক হয় মোট আয়ের কত শতাংশ ইএমআই হিসেবে দিতে হবে। এক্ষেত্রে এগিয়ে কলকাতা।
910
রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমিয়ে দেওয়ার পর থেকেই দেশজুড়ে গৃহঋণের ইএমআই কমে গিয়েছে
রিজার্ভ ব্যাঙ্ক গৃহঋণে সুদের হার কমিয়ে দেওয়ায় ইএমআই কমে গিয়েছে। ফলে অনেকের পক্ষেই বাড়ি বা ফ্ল্যাট কেনা সহজ হয়ে গিয়েছে।
1010
সারা দেশের মধ্যে মুম্বইয়েই বাড়ি বা ফ্ল্যাট কেনার খরচ সবচেয়ে বেশি
মুম্বইয়ে বাড়ি বা ফ্ল্যাট কেনার খরচ সামান্য কমেছে। কিন্তু তা সত্ত্বেও এখনও সারা দেশের মধ্যে মুম্বইয়েই খরচ সবচেয়ে বেশি।