আধার কার্ডে কতবার জন্ম তারিখ ও নাম পরিবর্তন করতে পারবেন? নতুন নিময় চালু UIDAI-এর

Published : Jul 26, 2025, 10:49 AM IST

Aadhar Card Update: আধার কার্ডে নাম ও জন্মের তারিখ পরিবর্তনের জন্য নতুন নিয়ম চালু হচ্ছে। তেমনই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। UIDAI-এর নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে কার্ডে একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার নাম ও জন্মের তারিখ পরিবর্তন করতে পারবেন।

PREV
16
আধার কার্ড আপডেট

আধার কার্ড ভারতীয় নাগরিকদের পরিচয়পত্র। জন্ম থেকে মৃত্যু- প্রায় সবকাজেই লাগে আধার কার্ড। সরকারি-বেসরকারি কাজে এটি গুরুত্বপূর্ণ নথি। কিন্তু আধার কার্ড নিয়ে জালিয়াতি হচ্ছে বলে অভিযোগ। জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ নিল ইউনিক আইডেন্টিফিরেশন অথরিটি অব ইন্ডিয়া বা UIDAI। বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে এই সংস্থা। মূল উদ্দেশ্যই হল জালিয়াতি বা ভুয়ো নাগরকত্ব রুখে দেওয়া। প্রতারণা ও ব্যক্তিগত তথ্য বিকৃতি রুখতেই এই পদক্ষেপ বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

26
আধার কার্ডে নাম ও জন্মের তারিখ পরিবর্তন

আধার কার্ডে নাম ও জন্মের তারিখ পরিবর্তনের জন্য নতুন নিয়ম চালু হচ্ছে। তেমনই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। UIDAI-এর নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে কার্ডে একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার নাম ও জন্মের তারিখ পরিবর্তন করতে পারবেন। জন্মের তারিখের জন্য বার্থ সার্টিফিকেটের নিয়মেও জারি করা হচ্ছে নতুন নিয়ম। জালিয়াতি রুখতে পরিবর্তন করা হয়েছে সফ্টওয়্যারও।

36
দুইবার মাত্র নিজের নাম পরিবর্তন

আধার কর্তৃপক্ষ জানিয়েছে একজন ব্যক্তি সারাজীবনে দুইবার মাত্র নিজের নাম পরিবর্তন করতে পারবেন। তবে নিয়মটি পদবির ক্ষেত্রে প্রযোজ্য নয়। একাধিকবার পদবি পরিবর্তন করা যাবে। জন্মের তারিখ একজন ব্যক্তি জীবনে একবারমাত্র পরিবর্তন করতে পারবেন। লিঙ্গও পরিবর্তনের জন্যও দুইবারের নিয়ম ধার্য করা হয়েছে।

46
মোবাইল নম্বর, ই-মেইল, ঠিকানা একাধিকবার পরিবর্তন

আধার কার্ডে থাকা মোবাইল নম্বর, ই-মেইল, ঠিকানা একাধিকবার পরিবর্তন করা যাবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিটি আধার পরিষেবা কেন্দ্র, ডাকঘর, অন্যান্য এজাতীয় সুবিধে কেন্দ্রগুলিতে এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। কর্তৃপক্ষ জানিয়েছে একজন ব্যক্তি কতবার নাম ও জন্মের তারিখ পরিবর্তন করেছে তা দেখিয়ে দেবে সফ্টওয়্যার। তেমনই ভাবে তৈরি করা হয়েছে নতুন সফ্টওয়্যারটি। সংশ্লিষ্ট ব্যক্তি কতবার তথ্য পরিবর্তন করতে পারবেন তাও দেখিয়ে দেবে সফ্টওয়্যারটি। সংশ্লিষ্ট ব্যক্তি নতুন করে আধার কার্ড আপডেট করতে পারবেন কিনা তাও দেখিয়ে দেবে নতুন সফ্টওয়্যার।

56
বার্থ সার্টিফিকেটের নিয়ম

ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে কার্ড পরিবর্তন করার প্রবণতা দিনে দিনে বাড়ছে। সেটিও রুখতে নতুন নিয়ম চালু করছে কর্তৃপক্ষ। ২০২২ সালের ৫ মে-এর পর জন্মগ্রহণকারীদের এই কার্ডের জন্য যে বার্থ সার্টিফিকেট নথি হিসেবে জমা করতে হবে, তাতে কিউআর কোড থাকা বাধ্যতামূলক। নাহলে সেই জন্ম শংসাপত্রকে বৈধ নথি হিসেবে গ্রাহ্য হবে না। সার্টিফিকেটে যে রেজিস্ট্রেশন নম্বর থাকে, সেই নম্বরটিও আধার কেন্দ্রে জানাতে হবে। সেটি সফ্টওয়্যারে আপলোড না করলে আধার কার্ড তৈরি হবে না।

66
মোবাইল নম্বর আপডেটের ওটিপি

মোবাইল নম্বর আপডেট করার ক্ষেত্রে নয়া সুবিধা আনা হয়েছে। এখন থেকে নম্বর আপডেট করলে সেটিতে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে। এবং সঙ্গে সঙ্গে মোবাইল নম্বর আপডেট হয়ে যাবে। এই ‘রিয়েল টাইম আপডেশন’ আগে সম্ভব ছিল না। তার জন্য কয়েক দিন অপেক্ষা করতে হতো।

Read more Photos on
click me!

Recommended Stories