নবিন পট্টনায়কের বিদায়! কে হচ্ছেন ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী? নাম জানলে অবাক হবেন

Published : Jun 11, 2024, 10:02 PM IST
Naveen Patnaik

সংক্ষিপ্ত

ওড়িশার নতুন মুখ্যমন্ত্রীর নাম জানেন?

লোকসভা ভোটে হেরে গিয়েছেন নবিন পট্টনায়ক। ওড়িশার ক্ষমতা এখন বিজেপির হাতে। তবে এখন প্রশ্ন হল তবে কে হবে এই রাজ্যের প্রধানমন্ত্রী?

বিভিন্ন সংবাদ সূত্র থেকে জানা গিয়েছে, বিজেপি বিধানসভার পরিষদীয় নেতা মোহন চরণ মাঝিকেই নতুন মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়েছে। এতদিন ওড়িশার মুখ্যমন্ত্রী ছিলেন বিজু জনতা দলের নবিন পট্টনায়ক। এবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মোহন চরণ মাঝি।

উপমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়েছে, কেভি সিং দেও ও প্রভাতী পারিদার নাম। মঙ্গলবার ওড়িশা নিয়ে আলোচনা করার পরেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঠিক করা হয়।

বিজেপির বিশেষ মিটিংয়ে পর্যবেক্ষক হিসাবে ছিলেন রাজনাথ সিং ও ভুপেন্দ্র যাদব। বুধবার ভুবনেশ্বরে শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী। ১২ জুন বিকেল ৫টায় শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদীও। এ ছাড়াও উপস্থিত থাকতে পারেন অন্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। এ ছাড়া এই বিশেষ অনুষ্ঠানে অত্যন্ত সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানান হয়েছে ওড়িশার প্রাক্তন মুক্ষমন্ত্রী নবিন পট্টনায়ককেও।

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল