আস্ত একটা ট্রেন ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছেন যাত্রীরা! পরের ঘটনা দেখলে রীতিমতো ভিড়মি খেতে হবে

Published : Jun 11, 2024, 09:41 PM ISTUpdated : Jun 11, 2024, 09:43 PM IST
Train Tickets Lost

সংক্ষিপ্ত

আস্ত একটা ট্রেন ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছেন যাত্রীর! পরের ঘটনা দেখলে রীতিমতো ভিড়মি খেতে হবে

আস্ত একটা ট্রেন ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে যাত্রীরা! আশ্চর্য ঘটনা ঘটল বিহারে। সম্প্রতি একটা ভিডিও সাড়া ফেলে দিয়েছে ইন্টারনেটে। যেখানে একটি বিশাল ট্রেনের বগি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছেন যাত্রীরাই। সবার মিলিত প্রচেষ্টাতে সরে গিয়েছে বগিটাও। তারপরেই উল্লাসে ফেটে পড়েছেন যাত্রীরা।

কিন্তু হঠাৎ ট্রেনের কামরা ঠেলতে হল কেন?

ঘটনাটি ঘটেছে বিহারের লাখিসরাইয়ের কিউল জংশনে। গত বৃহস্পতিবার পাটনা ঝাড়খণ্ড প্যাসেন্জার ট্রেনের মহিলা কামরায় হঠাৎই আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে আগুন নেভাতে তৎপর হয়ে পড়েন রেল কর্মীরা। অন্যান্য কামরায় যাতে আগুন না ছড়িয়ে পড়ে তার প্রচেষ্টা চলতে থাকে। এমনকী পাথর তুলে নিয়ে দুই বগির মাঝে কাপলিং করারও চেষ্টা চালান হয়। যাতে মহিলা কামরা থেকে আগুন অন্য কামরায় না ছড়িয়ে যায়। তাই অন্যান্য কামরা থেকে মহিলা আলাদা করারই চেষ্টা করছিলেন যাত্রীরা।

তবে এই ঘটনা প্রথম নয়, এর আগেও ট্রেনের কামরা ঠেলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। লভি মুম্বই স্টেশনে এক ব্যক্তির প্রাণ বাঁচাতে একজোট হয়ে ট্রেন সরাতে শুরু করেছিলেন যাত্রীরা। ভাইরাল হয়ে গিয়েছিল সেই ভিডিওটিও।

এবার ফের একবার যাত্রীদের একজোট হয়ে ট্রেন সরানোর ভিডিও দেখে বাহবা দিয়েছেন নেটিজেনরা। আগুন নিয়ন্ত্রণের এই পন্থা দেখে সত্যিই তাক লেগে গিয়েছে নেট পাড়ার বাসিন্দাদের।

PREV
click me!

Recommended Stories

লক্ষ্য বাংলা জয়, কাল প্রথম বৈঠকেই বড় বার্তা দিতে পারেন বিজেপি সভাপতি নিতিন নবীন
প্রজাতন্ত্র দিবসে প্রথমবার আসছে ভারতের হাইপারসনিক মিসাইল, জানুন এটি ঠিক কতটা শত্তিশালী