
Cbse Result 2025: ঘোষিত হল ২০২৫ সালের আইসিএসই (ICSE) পরীক্ষায় ফল। বুধবার প্রকাশিত হয় এই পরীক্ষার ফলাফল। সেখানে এবছর রাজ্যের পড়ুয়াদের পাশের হার ৯৮.৭৬ শতাংশ। মোট ৪৩ হাজার ২৪০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এই পরীক্ষায়। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ২৩ হাজার ৭০২ জন (৯৮.৫৩ শতাংশ), ছাত্রীর সংখ্যা ১৯ হাজার ৫৩৮ জন (৯৯.০৪ শতাংশ)। জানা গিয়েছে, এ বছর রাজ্যের মোট ৪৩৫টি স্কুলে পরীক্ষা নেওয়া হয়েছিল। শুধু তাই নয়, সবাইকে তাক লাগিয়ে এবছর ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা। তাঁদের পাশের হার ৯৯.৩৭ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাশের হার ৯৮.৮৪ শতাংশ।
আইসিএসই (ICSE) দ্বাদশের পরীক্ষার ফলাফলেও এগিয়ে ছাত্রীরা। তাঁদের পাসের হার ৯৯.৪৫ শতাংশ। সেই তুলনায় ছাত্ররা পিছিয়ে অনেকটাই। তাঁদের পাশের হার ৯৮.৬৪ শতাংশ। এবছরও উচ্চ শিক্ষায় বা দ্বাদশের পরীক্ষায় ছেলেদের পিছনে ফেলে অনেকটাই এগিয়ে রয়েছেন মহিলা পরীক্ষার্থীরা। ফলে বজায় রয়েছে ছাত্রীদের এগিয়ে থাকার ট্রেন্ড।
অন্যদিকে, ICSE পরীক্ষার মার্কসিট সহ অন্যান্য সার্টিফিকেট মিলবে CISCE-র ডিজিলকারে। পরীক্ষার্থীরা সিআইএসসিই-র নিজস্ব ওয়েবসাইট— https://cisce.org অথবা https://results.cisce.org –এ দেখা যাবে ফলাফল। এ ছাড়াও ডিজিলকারের ওয়েবসাইট https://results.digilocker.gov.in থেকে ফলাফল জেনে নিতে পারবেন।
এছাড়াও আইসিএসই ২০২৫ পরীক্ষার রেজাল্ট সংগ্রহের জন্য বিদ্যালয়গুলি কেরিয়ার পোর্টাল অথবা ডিজিলকার থেকে শংসাপত্র সহ যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস নিতে পারবেন। এরজন্য সংশ্লিষ্ট স্কুলের অধ্যক্ষকে CISCE-এর কেরিয়ার পোর্টালে ক্রেডেনসিয়াল দিয়ে লগইন করতে হবে। এরপর ডাউনলোড করা যাবে রেজাল্ট। এছাড়াও পোর্টালে এনরোলড রয়েছেন যেসব পড়ুয়ারা তাদের যাবতীয় ডকুমেন্টস ডাউনলোড করে নিতে পারবেন। জানা গিয়েছে, যে সমস্ত পরীক্ষার্থী তাঁদের ফলাফলে সন্তুষ্ট নয় তারা CISCE-এর পোর্টালে খাতা ফের যাচাইয়ের জন্য আবেদন করতে পারবেন। এরজন্য ১০০০ টাকা দিয়ে CISCE-এর পোর্টালে আবেদন করতে হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে