দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু জম্মু, কাশ্মীর, হিমাচল প্রদেশ সহ ভারতের বিভিন্ন অংশে বিস্তৃত। বাংলায় বৃষ্টিপাতের সাথে সাথে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা।
এদিকে জানা গিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা জয়পুর, আগ্রা, রামপুর, দেরাদুন, সিমলা, পাঠানকোট ও জম্মুর ওপর অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু জম্মু ও কাশ্মীর ও হিমাচল প্রদেশের বেশিরভাগ অংশ, পঞ্জাবের কিছু অংশ ও সম্পূর্ণ লাদাখ কভার করেছে।
312
আবহাওয়া দফতর সূত্রে খবর, দ্রুত এগোচ্ছে বর্ষা। উত্তর আরব সাগরের বাকি অংশে এবার ঢুকে পড়বে মৌসুমি বায়ু। রাজস্থানের আরও কিছু অংশ, পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লির আরও কিছু অংশে ঢুকে পড়বে মৌসুমি বায়ু।
আগামী ২-৩ দিনে জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ এলাকার আরও কিছু অংশ ঢুকে পড়বে মৌসুমি বায়ু। রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লির আরও কিছু অংশে ঢুকে পড়বে মৌসুমি বায়ু।
512
এদিকে ২৫ জুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশে-সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমঙ্গের ওপর।
612
উত্তর পূর্ব আসামে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। পূর্ব-পশ্চম অক্ষরেখা পাকিস্তান থেকে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত।
712
এটি রাজস্থান মধ্যপ্রদেশ উত্তর প্রদেশের নিম্নচাপ এাকা ও ঝাড়খণ্ডের ওপর বিস্তৃত। পঞ্জাব থেকে বিহার পর্যন্ত আছে আরও এক অক্ষরেখা। উত্তরপ্রদেশের নিম্নচাপ এলাকার ওপর দিয়ে এটি বিস্তৃত।
812
নিম্নচাপটি এই মুহূর্তে মধ্য উত্তর প্রদেশের ওপর অবস্থান করছে, এটি আরও উত্তর পশ্চিম দিকে ধীরগতিতে এগিয়ে শক্তি ক্ষয় করবে।
912
এদিকে বাংলায়ও চলছে বৃষ্টি। আজ মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভরী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে।
1012
আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় বেশি বৃষ্টি হতে পারে।
1112
কাল বুধবার মেদিনীপুরে হবে অতি ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি ও হাওড়ায়।
1212
বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান জেলাতে।