110

মাত্র কয়েকদিন পরেই রথযাত্রা
আর সেই উৎসবকে ঘিরে প্রস্তুতিও বেশ তুঙ্গে। ভক্তরাও ধীরে ধীরে ভিড় জমাতে শুরু করছেন পুরীতে।
210
পুরীর রথযাত্রাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম হয়
লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন পুরীতে। আর ঠিক এই সময়, পুরী যাওয়ার ট্রেন এবং বাসের টিকিট মেলাও কার্যত দুস্কর হয়ে পড়ে।
310
এবার রথযাত্রা উপলক্ষ্যে পুরী যাওয়ার জন্য বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল
জানা যাচ্ছে, বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে রেল দফতর।
410
দেশের নানা প্রান্ত থেকে পুরী যাওয়ার জন্য বিশেষ ট্রেন
মোট ৩৬৫ টি স্পেশ্যাল ট্রেন চালানো হবে বলে রেল দফতর সূত্রে জানা গেছে। গতবছর, এই বিশেষ ট্রেনের সংখ্যা ছিল ৩১৫টি।
510
অর্থাৎম এই বছর আরও ৫০টি ট্রেন বেশি চালানো হবে
পুরী যাওয়ার জন্য বিপুল সংখ্যক মানুষ ভারতীয় রেল ব্যবস্থার উপর নির্ভর করে থাকেন।
610
এবার সেই বিষয়কে গুরুত্ব দিয়েই ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর
কারণ, ট্রেনের সংখ্যা বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই যাত্রীদের চাপও অনেকটা কমবে। ফলে, বিশৃঙ্খলাও এড়ানো যাবে।
710
হাওড়ার সাঁতরাগাছি স্টেশন থেকে এই বিশেষ ট্রেন ছাড়বে
ইস্ট কোস্ট রেলওয়ের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, একাধিক প্রতিবেশী রাজ্য থেকে পুরীর উদ্দেশ্যে বিশেষ ট্রেন চালানো হবে।
810
পশ্চিমবঙ্গ ছাড়াও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং ছত্তিশগড়ের গোন্দিয়া থেকেও চলবে বিশেষ ট্রেন
অন্যদিকে, ওড়িশার বিভিন্ন জেলা থেকেও পুরীর জন্য স্পেশ্যাল ট্রেন চালানো হবে।
910
ওড়িশার গুনুপুর, বালেশ্বর, বীরমিত্রপুর, জুনাগড় রোড
আঙ্গুল, বাদামপাহাড়, জগদ্দলপুর, রায়গড় প্রভৃতি জায়গা থেকে রথযাত্রা উপলক্ষ্যে বিশেষ ট্রেন চলবে বলে খবর রয়েছে।
1010
সুতরাং, যাত্রীদের জন্য নিঃসন্দেহে সুখবর