ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR-এর সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। ৯ ডিসেম্বরের পরিবর্তে ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৭ ফেব্রুয়ারির পরিবর্তে ১৪ ফেব্রুয়ারি। কারণগুলি জানুন।
ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR-এর সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। ৯ ডিসেম্বরের পরিবর্তে ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৭ ফেব্রুয়ারির পরিবর্তে ১৪ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনের নতুন নির্দেশে সবমিলি SIR প্রক্রিয়া শেষ করার জন্য হাতে আরও ৭ দিন সময় পাওয়া গেল।
25
SIR-এ এগিয়ে পশ্চিমবঙ্গ
নির্বাচন কমিশন SIR-এর সময়সীমা বাড়ানোর কারণ সরকারিভাবে কিছু জানায়নি। তবে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন পশ্চিমবঙ্গে SIR-এর কাজ যতটা এগিয়ে বাকি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে কাজ তেমন এগোয়নি। বাকি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তারজন্য সময়সীমা বাড়ান হয়েছে।
35
ঘূর্ণিঝড়ও কারণ
নির্বাচন কমিশন সূত্রের খবর তামিলনাড়ু ও পুদুচেরিতে SIR-এর কাজ চলছে। কিন্তু ঘূর্ণিঝড়় দিটওয়ার কারণের কারণে সেখানে বাধা পাচ্ছে SIR-এর কাজ। সেই কারণেও SIRএর সময়সীমা বাড়ান হয়েছে বলে নির্বাচন কমিশনের একটি অংশ মনে করছে।
45
পিছিয়ে উত্তর প্রদেশ আর কেরল
নির্বাচন কমিশন সূত্রের খবর SIR-এর কাজে পিছেয়ে রয়েছে কেরল আর উত্তর প্রদেশ। কেরলে ৯ ও ১১ ডিসেম্বর পঞ্চায়েত নির্বাচন রয়েছে। গণনা ১৩ ডিসেম্বর। রাজ্যের নির্বাচন আধিকারিকরা সেই কাজে ব্যস্ত রয়েছেন। সেই কারণে SIR-এ পিছিয়ে রয়েছে কেরল। অন্যদিকে বিরাট রাজ্য উত্তরপ্রদেশ। বিরাট এই রাজ্যে ভোটারের সংখ্যা ১৫ কোটি ৪৪ লক্ষ ৩০ হাজার ৯২। শনিবার পর্যন্ত ৯৯.৭৪ শতাংশ ভোটার এনুমারেশন ফর্ম পেয়েছেন। সেখানে ওই একই সময়ে ৬০.৯১ শতাংশ ভোটারের তথ্য ডিজিটাইজ় করা হয়েছে। আগের সময়সীমা অনুযায়ী এই রাজ্যে কাজ সম্পন্ন হবে না। তাই বাড়ান হয়েছে সময়সীমা।
55
কমিশনের বিজ্ঞপ্তি
কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনুমারেশন ফর্ম জমা নেওয়া এবং কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া শেষ করতে হবে ১১ ডিসেম্বর।
১২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করার কাজ।
খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৬ ডিসেম্বর, মঙ্গলবার।
তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ, আপত্তি কমিশনে জানানো যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত। খসড়া তালিকা নিয়ে হিয়ারিং হবে ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
১০ ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা ভাল করে খতিয়ে দেখে চূড়ান্ত করার জন্য কমিশনের অনুমতি নিতে হবে।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৪ ফেব্রুয়ারি।