ঘূর্ণিঝড় দিতোয়ায় বিপর্যস্ত শ্রীলঙ্কা। ঝড়ের তাণ্ডবে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ঝড়ের কারণে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫৩ জন। নিখোঁজ ২০০-রও বেশি মানুষজন। ঝড়ের তোড়ে লণ্ডভণ্ড রাজধানী কলম্বো সহ গোটা দ্বীপরাষ্ট্র। এই অবস্থায় পড়শী দেশের পাশে দাঁড়াতে আগেই সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে ভারত সরকার।
25
ভারতের অপারেশন সাগর বন্ধু
শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে শুক্রবার থেকে অপারেশন সাগর বন্ধু চালাচ্ছে ভারত সরকার। এছাড়াও সেদেশে ঘুরতে গিয়ে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য এবার নামানো হয়েছে ভারতীয় বায়ুসেনার দুটি বিমান, একটি আইএল-৭৬ এবং একটি সি-১৩০জে শ্রীলঙ্কায় আটকে পড়া ভারতীয় ফেরানোর কাজ শুরু করবে তারা।
35
কোন পথে দিতোয়ার অভিমুখ?
এদিকে শ্রীলঙ্কার আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন যে- ঘূর্ণিঝড় দিতোয়া ইতিমধ্যে শ্রীলঙ্কা থেকে সরে গিয়েছে। বর্তমানে তামিলনাড়ুর দিকে রয়েছে ঝড়টি। তবে শ্রীলঙ্কায় ল্যাণ্ডফল না হলেও আফটার এফেক্ট রয়েছে অনেক। ফল প্রচুর বৃষ্টিপাত হচ্ছে শ্রীলঙ্কায়। যার কারণে বিপর্যস্ত জনজীবন। বাধার মুখে বিমান পরিষেবাও।
ঘূর্ণিঝড় দিতোয়ার কারণে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। ১৫০ জন নিখোঁজ। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর শ্রীলঙ্কায় রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। সমস্ত নদীর জলস্তর বেড়েছে। দেশের সরকারি প্রতিষ্ঠানগুলিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক স্কুলগুলিও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার নির্দেশ দিয়েছে, কলম্বোয় বিমান অবতরণ করতে না পারলে তা তিরুবনন্তপুরম বা কোচিতে ঘুরিয়ে দেওয়া হবে। জাতীয় উদ্যান বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক রাস্তা ভেঙে গিয়েছে।
55
দুর্ঘটনাগ্রস্তদের পাশে মোদী সরকার
আছড়ে পড়ার আগেই শ্রীলঙ্কা উপকূলে তাণ্ডব দেখিয়েছে দিতোয়া। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনও পর্যন্ত দ্বীপরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৬৯ জনের। দ্বীপরাষ্ট্রে ধ্বংসযজ্ঞ এবার ঘূর্ণিঝড় দিতোয়ার অভিমুখ ভারতের দিকে। রবিবার তামিলনাড়়ু-পুদুচেরি-দক্ষিণ অন্ধ্রপ্রদেশের কাছে আছড়ে পড়তে পারে। এদিকে পড়শী দেশের ঝড়ের তাণ্ডবে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রীলঙ্কার পাশে থাকার বার্তা দিয়ে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।