বিশাল ভুমিধসে বন্ধ গঙ্গোত্রী সড়কপথ

  • গঙ্গোত্রী সড়কপথে ভূমিধস
  • ভূমিধসের জেরে স্তব্ধ যান চলাচল
  • নাকাল হন বহু তীর্থযাত্রী
  • জানজটের কারণে মানেরা বাইপাস দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় যাত্রাপথ
Indrani Mukherjee | Published : Jul 8, 2019 10:41 AM / Updated: Jul 08 2019, 10:42 AM IST

বরাবরই প্রকৃতির ভয়ঙ্কর রোষের কাছে হার স্বীকার করেছে মানুষ। প্রকৃতির রোষ থেকে কোনওভাবেই যে মুক্তি সম্ভব নয়, তা বার বার প্রমাণিত হয়েছে। সাম্প্রতিককালে মুম্বই-এর বৃষ্টি সেই কথা আরও একবার মনে করিয়ে দিয়েছে। 

আর এবার ভারী বৃষ্টিপাতের জেরে নামল ভুমি ধসে বন্ধ হয়ে গেল গঙ্গোত্রী সড়ক। উত্তরাখন্ডের চুঙ্গি বারেঠি এলাকায় ভুমি ধসের জেরে পাহার থেকে পাথর গড়িয়ে এসে তা জমা হয় গঙ্গোত্রী সড়কের ওপর আর তার জেরেই গঙ্গোত্রী সড়কের ওপর তৈরি হয় ব্যপক যানজট। ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ফলে সমস্ত যানবাহন ঘুরিয়ে দেওয়া হয় মানেরা বাইপাস দিয়ে। 

Latest Videos

 

পাশাপাশি একইদিনে ধস নামে বালতাল থেকে অমরনাথ যাওয়ার পথে। সূত্রের খবর আচমকাই সংলগ্ন পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়তে শুরু করে, আর ঠিক সেই সময়েই তীর্থযাত্রীরাও ওই পথ ধরেই যাত্রা শুরু করেছিলেন  অমরনাথের উদ্দেশে। সেই সময়ে ধস নামার ফলে প্রব সমস্যার সম্মুখীন হন তীর্থযাত্রীরা। সেই সময়ে পাহাড়ের উপর থেকে উড়ে আসা পাথরের চাঁই থেকে সাধারণ তীর্থযাত্রীদের বাঁচাতেই পথে নামেন ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ। প্রসঙ্গত ঘটনার জেরে বালতাসল থেকে যাত্রা করা ৫০ জন তীর্থ যাত্রীরা অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টেজনিত সমস্যা শুরু হলে তাঁদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থাও করা হয় ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ কর্মীরা। 

Share this article
click me!

Latest Videos

নিজের বাড়িতেই ভুয়ো প্রমাণপত্রের কারখানা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ! চাঞ্চল্য Barasat-এ!
স্বীকারোক্তি দেবের! মমতার সামনে 'ও মধু আই লাভ ইউ' গেয়ে উঠলেন দেব! দেখুন | Actor DEV | TMC
মাঝরাস্তায় যুবককে উত্তমমধ্যম যুবতীর! কারণ জানলে অবাক হবেন আপনিও, চাঞ্চল্য Konnagar-এ | Hooghly News
টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য | Kultali Tiger Update | Bangla News
PM Modi Live : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদীর, সরাসরি