আমেরিকায় আটক আনমোল বিষ্ণোই, লরেন্সের গ্যাংস্টার ভাইয়ের কুকীর্তির তালিকা বেশ লম্বা

Published : Nov 18, 2024, 09:50 PM IST
Anmol Bishnoi

সংক্ষিপ্ত

মুম্বই ক্রাইম ব্রাঞ্চ সূত্রের খবর, আলমোল বিষ্ণোইকে জিজ্ঞসাবাদ করা হতে পারে। মার্কিন প্রশাসন তাঁকে প্রথমে কানডিয়ার কর্তপক্ষের কাছে হস্তান্তর করতে পারে 

বাবা সিদ্দিকী খুনে মাস্টার মাইন্ড আনমোল বিষ্ণোইকে আমেরিকাতে গ্রেফতার করা হয়েছে। তেমনই বলেছে একটি সূত্র। আনমোল বিষ্ণোই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইর ভাই। প্রাথমিক সূত্র অনুসারে আনমোর একজন ভয়ঙ্কর গ্যাংস্টার। কয়েকটি হাইপ্রোফাইল হত্যাকণ্ডে যুক্ত রয়েছে তার নাম। ভারতের মোস্ট ওয়ান্টেড। ক্যালিফোর্নিয়ায় গ্রেফতার করা হয়েছে বলেও সূত্রের খবর।

মুম্বই ক্রাইম ব্রাঞ্চ সূত্রের খবর, আলমোল বিষ্ণোইকে জিজ্ঞসাবাদ করা হতে পারে। মার্কিন প্রশাসন তাঁকে প্রথমে কানডিয়ার কর্তপক্ষের কাছে হস্তান্তর করতে পারে। পরে হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে তদন্ত ও জিজ্ঞসবাদের জন্য ভারতীয় প্রশাসনের কাছে তুলে দিতে পারে।

আলমোল বিষ্ণোই কয়েক বছর ধরেই পলাতক। ভারত থেকে পালিয়ে গেছে। তার দাদা লরেন্স বিষ্ণোই গ্রেফতারর পরেই বিষ্ণোই গ্যং-এর পরিচানের দায়িত্ব তারই হাতে ছিল। বর্তমানে আনমোলই অপরাধমূলক কাজের নেটওয়ার্কের মাথা হয়ে ওঠে। বলিউড ভাইজান সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর অভিযোগ রয়েছে। ২০২২ সালে পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছে বিষ্ণোই গ্রুপের নাম।

আনমোলের বিরুদ্ধে সর্বশেষ ওঠা অভিযোগ হল- মহারাষ্ট্রের প্রাক্তনমন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে হত্যা। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ইউনিট ইতিমধ্যেই আনমোলের প্রত্যাপর্ণের প্রক্রিয়া শুরু করেছে। এনআইএ নথিভুক্ত দুটি মামলা ও অন্যান্য ১৮টি ফৌজগারি মামলাও রয়েছে আনমোলের বিরুদ্ধে। আনমোল ২০২৩ সালে জাল পাসপোক্ট ব্যবহার করে প্রথমে কানাডা পালিয়ে গিয়েছিল। তারপর থেকে সেখানেই রয়েছে। ওই বছরই জুলাই মাস থেকে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!