যোগ্যতা মাধ্যমিক, প্রশিক্ষণের সঙ্গে প্রতি মাসে পাওয়া যাবে ৭,০০০ টাকা, কেন্দ্রের এই প্রকল্পের কথা জেনে নিন

মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প আছে।

সারা দেশের মহিলারা যাতে আর্থিকভাবে স্বাধীন ও স্বনির্ভর হয়ে উঠতে পারেন, তার জন্য এক বিশেষ প্রকল্প চালু করল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের নাম 'এলআইসি বিমা সখী যোজনা'। ১৮ থেকে ৭০ বছর বয়সি মহিলারা কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। মহিলারা যাতে ভবিষ্যতে এলআইসি এজেন্ট হয়ে উঠতে পারেন এবং দেশজুড়ে আর্থিক সাক্ষরতার প্রচার করা যায়, সেই লক্ষ্যেই নতুন প্রকল্প চালু করেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী এই প্রকল্প চালু করার সময় 'বিমা সখী' নিয়োগ শংসাপত্রও প্রদান করেছেন। এলআইসি-র পক্ষ থেকে 'এক্স' হ্যান্ডলে লেখা হয়েছে, ‘সমৃদ্ধ ভারতের জন্য মহিলাদের ক্ষমতাশালী করে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে এআইসি-র বিমা সখী যোজনা মহিলাদের আর্থিক স্বাধীনতার পথে যাত্রা এবং উজ্জ্বল ভবিষ্যতের ক্ষেত্রে সাহায্য করবে।’

'বিমা সখী যোজনা' কী?

Latest Videos

শুধু মহিলাদের জন্য চালু করা হয়েছে 'বিমা সখী যোজনা'। ৩ বছরের জন্য মহিলাদের আর্থিক পরিষেবা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ শেষ হওয়ার পর মহিলারা এলআইসি এজেন্ট বা ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করার সুযোগ পেতে পারেন।

কারা 'বিমা সখী' হতে পারবেন?

১৮ থেকে ৭০ বছর বয়সি ভারতীয় নাগরিক মহিলারা 'বিমা সখী' হওয়ার জন্য আবেদন করার যোগ্য। আবেদনকারীদের অন্তত মাধ্যমিক পাশ হতে হবে। তবে এলআইসি-র এজেন্ট বা কর্মীর পরিবারের সদস্য, এলআইসি-র অবসরপ্রাপ্ত কর্মী, এলআইসি-র প্রাক্তন এজেন্ট এবং বর্তমান এজেন্টরা আবেদন করতে পারবেন না।

'বিমা সখী' হলে কত টাকা পাওয়া যাবে?

বিমা সখী’ হলে প্রশিক্ষণের প্রথম বছরে প্রতি মাসে ৭,০০০ টাকা করে স্টাইপেন্ড পাওয়া যাবে। দ্বিতীয় বছরে প্রতি মাসে ৬,০০০ টাকা করে এবং তৃতীয় বছর প্রতি মাসে ৫,০০০ টাকা করে পাওয়া যাবে। শর্ত হল, আগের বছরের পলিসি-র ৬৫ শতাংশ বজায় রাখতে হবে। এছাড়া প্রথম বছর বোনাস বাদে কমিশন হিসেবে ৪৮,০০০ টাকা পাওয়া যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

LIC: ৯ শতাংশ বেড়ে দেশের চতুর্থতম স্টক এলআইসি, টেক্কা ICICI ব্যাঙ্ককেও

Lapsed Policy Renew: বন্ধ হয়ে যাওয়া এলআইসি পলিসি চালু হবে সহজেই, মিলবে লেট ফি-তে বিশেষ ছাড়ও

১৬৬ টাকার বিনিয়োগে মেয়াদ শেষে মিলবে ৫০ লক্ষ! দারুণ পলিসি বাজারে আনল এলআইসি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ইমনের পর বাংলা ভাষা নিয়ে সরব Prosenjit Chatterjee, দেখুন কী বলছেন তিনি
Bangladesh-এর হিন্দুদের জন্য বড় ঘোষণা শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি। Suvendu Adhikari
'পুরী ধামের নকল করার অধিকার কে দিয়েছে আপনাকে?' মমতাকে তোপ শুভেন্দুর | Suvendu Adhikari on Mamata
'৪০ রাফেল রাখা আছে, ২ টা রাফেল পাঠাবো নাকি মোল্লা ইউনূস!' বিস্ফোরক Suvendu Adhikari | Bangladesh
Chinmoy Krishna Das-এর মুক্তির দাবিতে বিক্ষোভ ভারত-বাংলাদেশ বর্ডারে, স্লোগান পুলিশদের উদ্দেশ্যে