- Home
- India News
- Pension Scheme: বয়স্করা প্রতি মাসে পাবে ৩ হাজার করে, নয়া স্কিম মোদী সরকারের, কীভাবে আবেদন করবেন
Pension Scheme: বয়স্করা প্রতি মাসে পাবে ৩ হাজার করে, নয়া স্কিম মোদী সরকারের, কীভাবে আবেদন করবেন
Pension Scheme: মোদী সরকারের নতুন প্রকল্প 'প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা'য় বয়স্কদের জন্য মাসিক ৩ হাজার টাকা পেনশনের সুযোগ। ১৮-৪০ বছর বয়সীরা এই প্রকল্পে যোগ দিতে পারবেন নির্দিষ্ট শর্ত সাপেক্ষে।

মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছেন। দেশের সকল গরীব সম্প্রদায়ের মানুষকে দিয়ে থাকে আর্থিক সাহায্য।
এবার বয়স্কদের জন্য আনল নয়া প্রকল্প। মাসে মাসে ৩ হাজার করে পেনশন দেবে নয়া প্রকল্পে।
প্রকল্পের নাম প্রাধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। এই প্রকল্পটি সকলকে আর্থিক ভাবে সুরক্ষিত করার জন্য যথেষ্ট।
এই যোজনার সুবিধা পেতে আপনাকে প্রাথমিক ভাবে বিনিয়োগ করতে হবে। এরপর মাসে মাসে মিলবে পেনশন।
এই প্রকল্পের সুবিধা পেতে গেলে মানতে হবে কিছু শর্ত। ১৮ থেকে ৪০ বছরের মধ্যে যাদের বয়স তারা এই প্রকল্পে যোগ দিতে পারেন।
আপনি ৩০ বছর বয়সে এই প্রকল্পে নাম লেখালে আপনাকে মাসে ১১০ টাকা বিনিয়োগ করতে হবে। যদি ৪০ বছর বয়সে এই অ্যাকাউন্ট খোলেন তাহলে দিতে হবে ২২০ টাকা।
এই প্রকল্পের সুবিধা পেতে সবার আগে কমন সার্ভিস সেন্টারে যান। সেখান থেকে আবেদন করুন এই প্রকল্পের জন্য।
প্রয়োজনীয় কাগজপত্র যেমন আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, জমির রেকর্ড এবং বয়সের প্রমাণপত্র নিয়ে যেতে হবে।
আবেদনপত্র পূরণ করার পর প্রথম কিস্তির টাকা দিতে হবে। এভাবে টাকা দিলে ৬০ বছর বয়সের পর পাবেন ৩ হাজার করে। প্রতি বছর আপনার অ্যাকাউন্ট ঢুকবে ৩৬ হাজার টাকা।
এই প্রকল্পের সুবিধা পেতে হলে আজই আবেদন করুন। বয়স্করা প্রতি মাসে পাবে ৩ হাজার করে, নয়া স্কিম মোদী সরকারের।

