
Liquor price drop: ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি তথা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্যই এবার বিলেতি মদের উপর থেকে শুল্কর পরিমাণ অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। আর তার ফলেই, ব্রিটেন থেকে আসা মদের আমদানির খরচ অনেকটাই কমেছে (liquor price in India state wise)।
এমনকি, ভারতের খুচরো বাজারেও শীঘ্রই স্কচ এবং হুইস্কির দাম কমতে চলেছে বলে জানিয়ে দিলেন পেরনড রিকার্ড ইন্ডিয়ার মুখপাত্র। ফ্রান্সের জনপ্রিয় স্কচ এবং হুইস্কি প্রস্তুতকারক একটি সংস্থা হল পেরনড রিকার্ড। আর ভারতে তাদের শাখা সংগঠন হল পিআরআই (liquor prices drop)।
কিন্তু এফটিএ ডিলের পর, সেই ট্যাক্সের পরিমাণ নামিয়ে আনা হয়েছে ৭৫ শতাংশতে। পিআরআই-এর মুখপাত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘‘এফটিএ সই হওয়ার ফলে, উন্নত মানের স্কচ এবং হুইস্কিগুলির প্রতিযোগিতামূলক মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। কারণ, আমদানি শুল্ক অনেকটাই কমেছে। ফলে, বেশিরভাগ রাজ্যেই খুচরো বাজারে এই মদের দাম কমতে চলেছে।’’
ব্যবসায়ী এবং ক্রেতা, উভয়ের জন্যই এই পদক্ষেপ ইতিবাচক বলে মনে করছে পিআরআই। আর শুল্ক কমে যাওয়ার ফলে, বিলেত থেকে আমদানিকৃত স্কচ হুইস্কির দাম সাধারণ মানুষের সাধ্যের কাছাকাছি পৌঁছে দেওয়ারই চেষ্টা করছেন কর্তৃপক্ষ। যাতে আরও বেশি সংখ্যক মানুষ মদ কিনতে পারেন, সেই কথা মাথায় রেখেই প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করা হচ্ছে বলে খবর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।