Awards Received by Modi: আন্তর্জাতিক মঞ্চে একাধিকবার সম্মানিত মোদী, দেখুন তালিকা

একাধিক দেশ থেকে সম্মানিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেয়েছেন নানা পুরস্কার সম্মান। বিভিন্ন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান যেমন পেয়েছেন, তেমনই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার থেকেও মিলেছে সম্মান।

একাধিক দেশ থেকে সম্মানিত (Foreign Civilian Awards) হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। পেয়েছেন নানা পুরস্কার সম্মান। বিভিন্ন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান যেমন পেয়েছেন, তেমনই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার থেকেও মিলেছে সম্মান। শুক্রবার ভুটান (Bhutan) সরকার তাদের দেশের সর্বোচ্চ অসামরিক পুরষ্কার (Civilian Award) এনগাদাগ পেলে গি খোরলো প্রদানের কথা ঘোষণা করেছে। সেই সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Latest Videos

এরকমই বহু দেশ তাদের তরফ থেকে সম্মান (List of Foreign Civilian Awards) নরেন্দ্র মোদীকে দিয়েছে। দেখে নিন সেই তালিকা। 

১. অর্ডার অফ আব্দুল আজিজ আল সৌদ (সৌদি আরবের সর্বোচ্চ সম্মান অমুসলিম বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া হয়) -  ২০১৬

২. স্টেট অর্ডার অফ গাজী আমীর আমানুল্লাহ খান (সর্বোচ্চ অসামরিক সম্মান আফগানিস্তান)- ২০১৬

৩. গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন অ্যাওয়ার্ড (বিদেশী বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া প্যালেস্টাইনের সর্বোচ্চ সম্মান) - ২০১৮

৪. অর্ডার অফ জায়েদ অ্যাওয়ার্ড (সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ অসামরিক সম্মান) – ২০১৯

৫. অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু  অ্যাওয়ার্ড (রাশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান) - ২০১৯

৬. অর্ডার অফ দ্য ডিসটিনগুইশড রুল অফ নিশান ইজ্জুদ্দিন ( মালদ্বীপে বিদেশী বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া সর্বোচ্চ সম্মান)- ২০১৯

৭. রাজা হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁ ২০১৯

৮. মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া লিজিয়ন অফ মেরিট (মার্কিন যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর দেওয়া পুরস্কার যা ব্যতিক্রমী মেধাবী আচরণের জন্য দেওয়া হয়) - ২০২০

সংস্থা বা ফাউন্ডেশনের দেওয়া পুরস্কার :

১. সিওল শান্তি পুরস্কার (মানবজাতির সম্প্রীতি, জাতি এবং বিশ্বের মধ্যে পুনর্মিলন বিষয়ে সিউল পিস প্রাইজ কালচারাল ফাউন্ডেশন এই পুরস্কার দেয়) - ২০১৮

২. চ্যাম্পিয়নস অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড (রাষ্ট্রসংঘের সর্বোচ্চ পরিবেশগত সম্মান) - ২০১৮

৩. ফিলিপ কোটলার রাষ্ট্রপতি পুরস্কার (প্রতি বছর কোনও একজন রাষ্ট্রনেতাকে দেওয়া সম্মান) ২০১৯

৪. স্বচ্ছ ভারত অভিযানের জন্য বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের দেওয়া গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড - ২০১৯

৫. কেমব্রিজ এনার্জি রিসার্চ অ্যাসোসিয়েটস বা CERA-র দেওয়া  গ্লোবাল এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড - ২০২১

উল্লেখ্য শুক্রবার যে সম্মান মোদীর হাতে ভুটান তুলে দিল, তার প্রেক্ষিত দীর্ঘদিনের। ভারত দীর্ঘদিন ধরেই ভুটানের বৃহত্তম বাণিজ্য ও উন্নয়নের অংশীদার হিসেবে কাজ করছে। ভুটানের প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে ফেসবুক পোস্টে জানানো হয়েছে রাজা জিগামে খেসার নামগিয়েল ওয়াংচু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ অসমারিক সম্মান প্রদান করার কথা ঘোষণায় তারা আনন্দিত। ভারত ও ভুটানের মধ্যে অবাধ বাণিজ্য চুক্তি রয়েছে। যাতে উপকৃত হয় দুটি দেশই।

করোনাভাইরাসের মহামারির সময় ভুটানের পাশে দাঁড়িয়ে ভারতে ভ্যাক্সিন মৈত্রীর অংশ হিসেবে দেড় লক্ষ ডোজ কোভিশিল্ড পাঠিয়েছে। এছাড়াও সেদেশের সঙ্গে ১০২০ মেগাওয়াট টালা জলবিদ্যুৎ প্রকল্প, পারো বিমান বন্দর ও ভুটানের ব্রডকাস্টিং স্টেশনসহ উন্নয়নমূলক প্রকল্পের সহযোগিতা করছে ভারত। 

Share this article
click me!

Latest Videos

TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech