BJP News: প্রথম দফা ভোটের পরই খারাপ খবর গেরুয়া শিবিরে, প্রয়াত বিজেপির প্রার্থী

Published : Apr 20, 2024, 11:13 PM IST
Lok Sabha Election 2024 BJP candidate Sarvesh Singh dies a day after voting bsm

সংক্ষিপ্ত

উত্তর প্রদেশের বিজেপির প্রধান ভূপেন্দ্র চৌধুরী সংবাদ সংস্থাকে বলেছেন, কুনওয়ার সর্বেশ কুমার সিং মারা গেছে। তাঁর গলায় কিছু সমস্যা ছিল। একটি অপারেশনও করা হয়েছিল 

প্রথম দফা নির্বাচনের পরেই দুঃসংবাদ। লোকসভা নির্বাচনের মাত্র এক দিন পরেই মৃত্যু বিজেপি প্রার্থী। উত্তর প্রদেশের মোরাদাবাদের বিজেপি প্রার্থী সর্বেশ সিং শনিবার মারা যান। পাঁচ বারের বিধায়ক ছিলেন। ৭২ বছরের সর্বেশ সিং বেশ কয়েক দিন ধরেই অসুস্থ হয়ে দিল্লি একটি হাসপাতালে ভর্তিও ছিলেন।

উত্তর প্রদেশের বিজেপির প্রধান ভূপেন্দ্র চৌধুরী সংবাদ সংস্থাকে বলেছেন, কুনওয়ার সর্বেশ কুমার সিং মারা গেছে। তাঁর গলায় কিছু সমস্যা ছিল। একটি অপারেশনও করা হয়েছিল। গতকাল চেকআপের জন্য দিল্লির এইমস হাসপতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সর্বেশ সিং-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন বিজেপির পরিবারের জন্য একটি বড় ক্ষতি। তিনি আরও বলেছেন, বিজেপি পরিবারের জন্য একটি দুঃসংবাদ। পরিবারের সদস্যদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন যোগী আদিত্যনাথ।

উত্তর প্রদেশে বাহুবলী ইমেজের জন্য পরিচিত ছিলেন সর্বেশ সিং। পাঁচ বারের বিধায়ক তিনি। ২০১৪ সালে মোরাদাবাদ থেকে জয়ী হয়েছিলেন। ২০১৯ সালে হেরে যান। ২০২৪ এ আবারও প্রার্থী করা হয়েছে। এবার তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সমাজবাদী পার্টির রুচি ভিরার। প্রথম দফায় নির্বাচন হয়ে মোরাদাবাদে। ভোট পড়েছে ৬২ শতাংশের মত।

১৯৫২ সালের ২৩ ডিসেম্বর জন্ম হয় সর্বেশ সিং-এর। উত্তরাধিকার সূত্রেরই রাজনীতিতে আসেন তিনি। তাঁর দাদু চার বারের বিধায়ক। সর্বেশ সিং একবার আমরোহার বিধায়ক হয়েছিলেন। ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত সর্বেশ সিং ঠাকুরওয়াড়়ার বিধায়ক ছিলেন।  বিজেপির গুরুত্বপূর্ণ নেতাও ছিলেন তিনি। 

PREV
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!