Sushil Kumar Modi: প্রয়াত বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী

এবারের লোকসভা নির্বাচনেও বিহারে একসঙ্গে লড়াই করছে বিজেপি-জেডিইউ। তবে নির্বাচন চলাকালীন রাজ্যের অন্যতম প্রধান নেতা প্রয়াত হওয়ায় ধাক্কা খেল বিজেপি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক উত্থান-পতনের সাক্ষী থেকছেন। অনেক লড়াইয়ে জয় পেয়েছেন। কিন্তু ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে জয় পেলেন না বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী। সোমবার লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোটগ্রহণের দিনই সন্ধেবেলা প্রয়াত হয়েছেন এই বিজেপি নেতা। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। গত মাসেই তাঁর ক্যান্সার ধরা পড়ে। স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁর পক্ষে লোকসভা নির্বাচনে লড়াই করা সম্ভব হয়নি। ক্যান্সারের বিরুদ্ধেও বেশিদিন লড়াই করতে পারলেন না সুশীল। বিজেপি ও পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজ্যসভার এই প্রাক্তন সাংসদের দেহ মঙ্গলবার পাটনার রাজেন্দ্র নগর অঞ্চলের বাড়িতে নিয়ে যাওয়া হবে। মঙ্গলবারই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

সুশীলের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Latest Videos

বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করে 'এক্স' হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘সুশীল মোদী জি-র অকাল প্রয়াণে আমি শোকাহত। উনি কয়েক দশক ধরে আমার বন্ধু এবং দলে মূল্যবান সহকর্মী ছিলেন। বিহারে বিজেপি-র উত্থান ও সাফল্যে তাঁর অমূল্য অবদান ছিল। তিনি জরুরি অবস্থার বিরোধিতা করে ছাত্র রাজনীতিতে বিখ্যাত হয়ে ওঠেন। তিনি বিধায়ক হিসেবে যেমন সামাজিক যোগাযোগ বজায় রাখতেন, তেমনই কঠোর পরিশ্রমও করতেন। রাজনীতির বিভিন্ন বিষয়ে তাঁর গভীর জ্ঞান ছিল। প্রশাসক হিসেবে তিনি অনেক প্রশংসনীয় কাজ করেছেন। জিএসটি প্রণয়নে তাঁর সক্রিয় ভূমিকা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এই শোকের সময়ে আমি তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

 

 

৫ দশকের রাজনৈতিক জীবন সুশীলের

১৯৫২ সালের ৫ জানুয়ারি জন্ম হয় সুশীলের। পাটনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র রাজনীতিতে যোগ দেন তিনি। ১৯৭৩ সালে ছাত্র ইউনিয়নের সম্পাদক নির্বাচিত হন তিনি। এরপরেই তাঁর সক্রিয় রাজনৈতিক জীবন শুরু হয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Narendra Modi: মঙ্গলে মনোনয়ন, আজ বারাণসীতে বর্ণাঢ্য রোডশোতে নরেন্দ্র মোদীর সঙ্গী যোগী

BJP লোকসভা ভোটে কটি আসন পাবে? কোন রাজ্যে কেমন ফল- তার ভবিষ্যদ্বাণী যোগেন্দ্র

চতুর্থ দফা ভোটের দিনেই ফলাফলের ভবিষ্যদ্বাণী মমতার মুখে, লোকসভা নির্বাচনে কি খেলা ঘুরছে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখরিত বাংলাদেশ! হিন্দু নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh
দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বিধানসভায় বিক্ষোভ Suvendu-র! | Suvendu Adhikari