Mumbai: মুম্বইয়ে বৃষ্টি-ধুলো ঝড়, বিলবোর্ড ভেঙে পড়ে মৃত ৮, আহত অন্তত ৬০

Published : May 13, 2024, 09:02 PM ISTUpdated : May 13, 2024, 09:45 PM IST
Dust Storm

সংক্ষিপ্ত

বৈশাখর শেষদিক থেকেই পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি ও ঝোড়ো বাতাস। এর ফলে স্বস্তি পেলেও, বিভিন্ন জায়গায় মানুষকে সমস্যাতেও পড়তে হচ্ছে।

সোমবার সন্ধেবেলা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রবল সমস্যায় পড়লেন বাণিজ্য নগরী মুম্বইয়ের মানুষ। বৃষ্টি ও ধুলো ঝড়ের কবলে পড়ে প্রাণ হারালেন অন্তত ৮ জন। আহত হয়েছেন অন্তত ৬০ জন। ঘাটকোপার অঞ্চলে একটি পেট্রোল পাম্পে আশ্রয় নিয়েছিলেন অনেকে। সেই সময় সেখানে ভেঙে পড়ে একটি বিশাল বিলবোর্ড। এর ফলেই ৮ জনের মৃত্যু হয় এবং ৬০ জন আহত হন। এদিন প্রাকৃতিক দুর্যোগের ফলে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে এবং বিভিন্ন হোর্ডিং, বিলবোর্ড ভেঙে পড়েছে। ফলে যাঁরা বিভিন্ন কাজে রাস্তায় বেরিয়েছেন তাঁদের সমস্যায় পড়তে হয়।

মুম্বইয়ে প্রাকৃতিক দুর্যোগের পর শুরু উদ্ধারকার্য

মু্ম্বইয়ের পন্থনগরে ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে পুলিশ গ্রাউন্ড পেট্রোল পাম্পে এদিন সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে। বিশাল বিলবোর্ড ভেঙে পড়ার পর চাপা পড়ে যায় কয়েকটি গাড়ি। বৃহন্মুম্বই পুরসভার কমিশনার ভূষণ গাগরানি জানিয়েছেন, উদ্ধারকার্য শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহত ব্যক্তিদের রাজাওয়াড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

আরও দুর্যোগের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের পক্ষ থেকে পূর্বাভাসে বলা হয়েছে, মুম্বইয়ের কিছু জায়গায় আগামী কয়েক ঘণ্টা ধরে চলতে পারে ঝড়। ফলে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে মানুষকে যথাসম্ভব সতর্ক থাকা এবং বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিন ধুলো ঝড়ের কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর। এর ফলে ১৫টি উড়ান ঘুরিয়ে দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগের ফলে মেট্রো পরিষেবাও ব্যাহত হয়। অ্যারে ও আন্ধেরি ইস্ট মেট্রো স্টেশনের মঝে ওভারহেড তারের উপর এসে পড়ে একটি ব্যানার। এর ফলে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Weather News: কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের এই ৬ জেলা ভাসবে বৃষ্টিতে, এক দিন পর থেকেই তাপমাত্রা বাড়বে

ভয়ঙ্কর ঘূর্ণীঝড়ের অশনি সংকেত! মে মাসের শেষে বাংলায় আছড়ে পড়তে পারে সাইক্লোন রেমাল

Weather Update: সোমবার থেকে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস এই পাঁচ জেলায়, জারি করা হয়েছে হলুদ সতর্কতা

PREV
click me!

Recommended Stories

Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!
8th Pay Commission: বড় খবর! ১ জানুয়ারি থেকে বাড়ছে না কেন্দ্রীয় কর্মীদের বেতন? কতদিন পিছিয়ে গেল দিন