Narendra Modi: মঙ্গলে মনোনয়ন, আজ বারাণসীতে বর্ণাঢ্য রোডশোতে নরেন্দ্র মোদীর সঙ্গী যোগী

বিজেপি সূত্রের খবর মনোনয়ন দাখিলের আগে নরেন্দ্র মোদী গঙ্গায় স্নান করবেন। প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসীতে ভোট গ্রহণ হবে সপ্তম দফায় ১ জুন।

 

সোমবার নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই সোমবার সন্ধ্যায় রোডশো করেন তিনি। মঙ্গলবার তিনি মনোনয়নপত্র দাখিল করবেন। রোড শো শুরু করার আগে প্রধানমন্ত্রী মোদী এখানে লঙ্কা এলাকার মালভিয়া চৌরাহায় শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক মদন মোহন মালব্যের একটি মূর্তির পুষ্পস্তবক অর্পণ করেন। সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোদী আদিত্যনাথ।

Latest Videos

বিজেপি সূত্রের খবর মনোনয়ন দাখিলের আগে নরেন্দ্র মোদী গঙ্গায় স্নান করবেন। প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসীতে ভোট গ্রহণ হবে সপ্তম দফায় ১ জুন। ৪ জুন নির্বাচনের ফল প্রকাশ হবে।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোডশোতে ছিল উপচে পড়া ভিড়। বারাণসী পৌঁছে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন মোদী। তিনি বলেছিলেন, কাশী বিশ্বনাথ ধাম পর্যন্ত রোড শো অনুষ্ঠিত হবে। এটি সান্ত রবিদাস গেট, অসি, শিবালা, সোনারপুরা, জঙ্গমবাডি এবং গোদাউলিয়া হয়ে যাবে।

বিজেপি সূত্রের খবর মোদী বিএলডব্লিউ গেস্টহাউসে রাত্রযাপন করবেন। কথা বলবেন দলের নেতা ও কর্মীদের সঙ্গে। তাঁর সঙ্গে থাকতে পারেন যোগী আদিত্যনাথও। তিনি কাশী বিশ্বনাথ ধাম থেকে গেস্টহাউসে যাবেন এবং তার কনভয় ময়দাগিন চৌরাহা, কবিরচৌরা, লাহুরাবীর, তেলিয়াবাগ তিরাহা, চৌকাঘাট চৌরাহা, লাকদি মান্ডি, ক্যান্ট ওভারব্রিজ, লাহারতারা চৌরাহা, মান্ডুওয়াদিহ চৌরাহা এবং কাকরমাত্তা ওভারব্রিজ এলাকা দিয়ে যায়। রাঠি, গুজরাটি, বাঙালি, মহেশ্বরী, মারোয়ারি, তামিল এবং পাঞ্জাবি সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা রোডশো চলাকালীন ১১ টি জোনের ১০০ পয়েন্টে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানায়। রোডশোই শাঁখ ঢোল বাজিয়ে মোদীকে স্বাগত জানান হয়। প্রধানমন্ত্রী কাশীর বিশ্বনাথ মন্দিরে আশীর্বাদ নেবেন।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর