Suresh Gopi: ত্রিসুরে জয়ের পথে সুরেশ গোপী, কেরালায় প্রথমবার আসন পাচ্ছে বিজেপি

Published : Jun 04, 2024, 02:45 PM ISTUpdated : Jun 04, 2024, 03:13 PM IST
suresh gopi for voting

সংক্ষিপ্ত

মঙ্গলবার লোকসভা নির্বাচনের ভোটগণনা চলছে। দেশের বিভিন্ন রাজ্যে বিজেপি-র ফল খুব একটা ভালো না হলেও, দক্ষিণ ভারতের রাজ্য কেরালায় আশান্বিত হওয়ার মতো ফল করেছে বিজেপি।

লোকসভা নির্বাচনে প্রথমবার কেরালায় আসন পেতে চলেছে বিজেপি। ত্রিসুর আসনে জয় পাওয়ার পথে বিজেপি প্রার্থী সুরেশ গোপী। এই অভিনেতা-রাজনীতিবিদের হাত ধরেই কেরালায় খাতা খুলতে চলেছে বিজেপি। 'আমি ত্রিসুর নিচ্ছি, আমি ত্রিসুর চাই,' এই স্লোগানে ভর করেই এবারের লোকসভা নির্বাচনে লড়াই করেন সুরেশ। এই স্লোগানেই বাজিমাত করতে চলেছেন তিনি। এই প্রার্থী এর আগের নির্বাচনে হেরে গিয়েছিলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃতীয় স্থানে ছিলেন। তবে তাঁর উপরেই ভরসা রেখেছিল বিজেপি। গতবারের হার থেকে শিক্ষা নিয়ে এবার ঘুরে দাঁড়ালেন সুরেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ৭২ হাজারেরও বেশি ভোটে এগিয়ে।

ত্রিসুরে কংগ্রেস-বামেদের পিছনে ফেলে দিল বিজেপি

ত্রিসুরে সুরেশের নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিএফ প্রার্থী ভি এস সুনীলকুমার। তিনি এখনও পর্যন্ত দ্বিতীয় স্থানে আছেন। তৃতীয় স্থানে ইউডিএফ প্রার্থী কে মুরলীধরন। কংগ্রেস ও বামেরা ইন্ডিয়া জোটের শরিক হলেও কেরালায় আলাদা লড়াই করছে। ফলে কেরালার বাকি আসনগুলির মতোই ত্রিসুরেও ত্রিমুখী লড়াই চলছে। এই লড়াইয়ে বাজিমাত করছেন সুরেশ। তাঁর হয়ে প্রচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটে এই প্রচারের প্রভাব পড়েছে।

কেরালার রাজনীতিতে বদল আসছে?

বিজেপি প্রথমবার কেরালায় আসন পেতে চলায় এবার দক্ষিণ ভারতের এই রাজ্যে বড় শক্তি হয়ে ওঠার আশা করছে গেরুয়া শিবির। এতদিন কেরালার রাজনীতিতে দাগ কাটতে পারেনি বিজেপি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও কেরালায় বিজেপি-র ভালো ফল হয়নি। তবে এবার এই রাজ্যে কোমর বেঁধে লড়াইয়ে নামে গেরুয়া শিবির। একাধিকবার প্রচারে যান প্রধানমন্ত্রী। এর ফলেই ত্রিসুরে জয় এল বলে মনে করছে বিজেপি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Counting News: একক গরিষ্ঠতা হারাতে পারেন নরেন্দ্র মোদী, সেঞ্চুরির অপেক্ষায় কংগ্রেস

বড় খবর! রাজ্যে ফল ঘোষণা শুরু হওয়ার আগেই এই আসনে জয় পেয়ে গেল বিজেপি

Counting update: রাজ্যে সবুজ ঝড়ে দিশেহারা বিজেপি, বাম-কংগ্রেস এবারও ভোটে অপ্রাসঙ্গিক

PREV
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট