BJP Manifesto: সব প্রতিশ্রুতি পূরণের দাবি, নববর্ষের সকালে 'সঙ্কল্প পত্র' প্রকাশ বিজেপি-র

এবারের লোকসভা নির্বাচনে বিজেপি-র হাতিয়ার ‘মোদীর গ্যারান্টি’। পয়লা বৈশাখ সকালে ইস্তেহার প্রকাশ করল কেন্দ্রের শাসক দল। সব প্রতিশ্রুতি পূরণের দাবি করা হয়েছে ইস্তেহারে।

পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে পালিত হচ্ছে নববর্ষ। ১৪ এপ্রিল আবার সংবিধানের প্রণেতা ড. বি আর আম্বেদকরের জন্মদিবস। এই দিনেই আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করল বিজেপি। ইস্তেহারকে বলা হচ্ছে 'সঙ্কল্প পত্র'। এই ইস্তেহারেও বিজেপি-র ভরসা ‘মোদীর গ্যারান্টি’। ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে ছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা-সহ প্রথমসারির নেতারা। মোদী বলেন, ‘আজ অত্যন্ত পবিত্র দিন। দেশের অনেক রাজ্যেই আজ নববর্ষ পালন করা হচ্ছে। আজ নবরাত্রির ষষ্ঠ দিনে আমরা মা কাত্যায়নীর কাছে প্রার্থনা করছি। তাঁর দুই হাতেই পদ্ম আছে। এটা কাকতালীয় হলেও, আমাদের কাছে বিশাল আশীর্বাদ। আজ আম্বেদকর জয়ন্তীও বটে। সারা দেশ বিজেপি-র সঙ্কল্প পত্রের অপেক্ষায়। গত ১০ বছরে দল সব প্রতিশ্রুতিই বাস্তবায়িত করেছে। এই সঙ্কল্প পত্র সারা দেশের উন্নয়নের চারটি শক্তিশালী স্তম্ভ- যুবসমাজ, মহিলা, দরিদ্র ও কৃষকদের ক্ষমতায়নের কথা বলছে।'

প্রতিশ্রুতি পূরণের দাবি নাড্ডার

Latest Videos

বিজেপি সভাপতি নাড্ডা বলেছেন, ‘৬০,০০০ নতুন গ্রামে পাকা রাস্তা এবং সব আবহাওয়ায় টিকে থাকার মতো রাস্তা তৈরি করা হয়েছে। আমরা কোনওদিন ভাবতেই পারিনি, গ্রামের ক্ষমতায়ন করা হবে, গ্রামে পৌঁছবে অপটিক্যাল ফাইবার। কিন্তু আজ আমি খুশি যে আপনার (মোদী) নেতৃত্বে ১.২ লক্ষ পঞ্চায়েতকে অপটিক্যাল ফাইবারের সঙ্গে যুক্ত করা হয়েছে। গ্রামে ইন্টারনেট পরিষেবাও চালু করা হয়েছে। ভারতের মোট জনগণের ২৫ কোটি দারিদ্রসীমার উপরে উঠে এসেছেন। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের তথ্য অনুযায়ী, ভারতে চরম দারিদ্র্য এখন কমে ১ শতাংশেরও কম হয়ে গিয়েছে।’

 

 

'বিশ্বাসযোগ্যতাই বিজেপি-র সবচেয়ে বড় শক্তি'

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘আমরা যা বলি তা করে দেখাই। কোনওদিন আমাদের কথা ও কাজের মধ্যে পার্থক্য থাকে না। শুধু বিজেপি-র সঙ্গে যুক্ত লোকজনই নন, দেশের নাগরিকরাও এ কথা বিশ্বাস করতে শুরু করেছেন। এই বিশ্বাসযোগ্যতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'জম্মু ও কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে, শীঘ্রই বিধানসভা নির্বাচন' : প্রধানমন্ত্রী মোদী

PM Modi: '১৪০ কোটি ভারতীয়কে ভাল রাখাই কর্তব্য', নিউজউইকের সাক্ষাৎকারে বললেন নরেন্দ্র মোদী

Elon Musk: টেসলা নিয়ে আলোচনার সম্ভাবনা, মোদীর সঙ্গে দেখা করছেন মাস্ক

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন