Lok Sabha Elections 2024: 'যাঁরা রাম মন্দিরের বিরোধিতা করেন আমরা তাঁদের বিরোধী,' জোধপুরে বিক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী

Published : Apr 18, 2024, 09:11 PM ISTUpdated : Apr 18, 2024, 09:47 PM IST
Karan Singh Uchiyarda

সংক্ষিপ্ত

শুক্রবার শুরু হচ্ছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। প্রথম দফার ভোটের প্রচার বুধবারই শেষ হয়ে গেলেও, পরবর্তী দফাগুলির ভোটের প্রচার চলছে জোরকদমে।

লোকসভা নির্বাচনের প্রচারে পার্কে গিয়েছিলেন। উষ্ণ অভ্যর্থনা পাবেন বলে আশা করেছিলেন। কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হল। এই অভিজ্ঞতা হয়েছে রাজস্থানের জোধপুরের কংগ্রেস প্রার্থী করণ সিং উচিয়ার্দার। অযোধ্যার রাম মন্দির নিয়ে তাঁর দলের অবস্থানের জন্যই স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হল জোধপুরের কংগ্রেস প্রার্থীকে। তিনি পার্কে ঢোকা মাত্র 'জয় শ্রী রাম' ধ্বনি তুলতে শুরু করেন সেখানে থাকা লোকজন। এরপরেই তাঁরা বলতে শুরু করেন, 'যাঁরা রাম মন্দিরের বিরোধিতা করেন, আমরা তাঁদের বিরোধী'। বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন করণ। কিন্তু তাতে বিক্ষোভ থামেনি। কংগ্রেস প্রার্থীর সামনে গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এক প্রৌঢ়। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী গজেন্দ্র সিং শেখাওয়াত। তাঁকেই সমর্থন করবেন বলে দাবি করেন বিক্ষোভকারীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

রাম নাম নিয়ে বিক্ষোভ

রাজস্থানে এবারের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। এবার লোকসভা নির্বাচনেও ভালো ফলের আশায় গেরুয়া শিবির। উত্তর-পশ্চিম ভারতের এই রাজ্যে বিজেপি-র অন্যতম ভরসা অযোধ্যার রাম মন্দির নিয়ে মানুষের আবেগ। লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অযোধ্যার রাম মন্দির উদ্বোধন এবং এই অনুষ্ঠানে কংগ্রেস-সহ বিরোধী দলগুলির অনুপস্থিতির কথা তুলে ধরা হচ্ছে। এই প্রচার স্থানীয় মানুষের মধ্যে যে প্রভাব ফেলেছে, সেটা করণকে ঘিরে বিক্ষোভের ঘটনাতেই প্রমাণ হয়ে গিয়েছে।

 

 

ভোটের এক সপ্তাহ আগে বিপাকে জোধপুরের কংগ্রেস প্রার্থী

শুক্রবার বিভিন্ন রাজ্যে লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ করা হবে। তারপর আগামী বৃহস্পতিবার, ২৫ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ করা হবে। সেদিন জোধপুরেও ভোটগ্রহণ করা হবে। তার আগে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়ে চাপে কংগ্রেস প্রার্থী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জোধপুর কেন্দ্রে বিপুল জয় পান বিজেপি প্রার্থী শেখাওয়াত। তিনি ৭,৮৮,৮৮৮ ভোট পান। কংগ্রেস প্রার্থী বৈভব গেহলট ২,৭৪,৪৪০ ভোট পান। এবারও এগিয়ে শেখাওয়াত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

জেলের মধ্যেই খুন হবে অরবিন্দ কেজরিওয়াল? বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব AAP

ভোটের মুখে মোদীর তীব্র সমালোচনা রণবীর সিং-এর মুখে! ভিডিওতে দেখুন ডিপফেট প্রযুক্তির কারসাজি

Lok Sabha Elections 2024: কেরালায় মক পোলে অতিরিক্ত ভোট পেয়েছে বিজেপি? অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ সুপ্রিম কোর্টের

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: বড় খবর! ১ জানুয়ারি থেকে বাড়ছে না কেন্দ্রীয় কর্মীদের বেতন? কতদিন পিছিয়ে গেল দিন
জেনে নিন আজ শহরে ডিজেল ও পেট্রোলের দাম কত