Narendra Modi: 'আমরা মুসলিম মহিলাদের একা হজে যাওয়ার ব্যবস্থা করেছি,' আলিগড়ে বার্তা মোদীর

এবারের লোকসভা নির্বাচনের প্রচারে দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের পাশাপাশি সংখ্যালঘু মুসলিমদেরও কাছে টানার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের আলিগড়ের সভা থেকে মুসলিমদের বার্তা দিলেন মোদী।

Soumya Gangully | Published : Apr 22, 2024 9:42 AM IST / Updated: Apr 22 2024, 03:41 PM IST

উত্তরপ্রদেশের আলিগড়ের জনসভা থেকে মুসলিমদের জন্য বিশেষ বার্তা দিলেন নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ‘অতীতে হজ কোটা কম ছিল বলে হজে যাওয়ার জন্য প্রতিযোগিতা চলত। হজে যাওয়ার অনুমতি আদায় করতে হলে ঘুষ দিতে হত। শুধু প্রভাবশালী ব্যক্তিরাই হজে যাওয়ার সুযোগ পেত। আমি সৌদি আরবের যুবরাজকে অনুরোধ জানাই, ভারতের মুসলিম ভাই-বোনেদের জন্য হজ কোটা বাড়িয়ে দিন। আজ শুধু ভারতের হজ কোটাই বৃদ্ধি পায়নি, ভিসার নিয়মও সহজ করা হয়েছে। সরকার খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছে। অতীতে আমাদের মুসলিম মা-বোনেরা একা হজে যেতে পারতেন না। এখন সরকার পুরুষ সঙ্গী ছাড়াই মহিলাদের হজে যাওয়ার অনুমতি দিয়েছে। হাজার হাজার বোনের হজে যাওয়ার স্বপ্নপূরণ হয়েছে। এর জন্য আমি আশীর্বাদধন্য।’

বিরোধীদের টেক্কা দেওয়ার চেষ্টা মোদীর

রবিবার রাজস্থানে জনসভা থেকে কংগ্রেস-সহ বিরোধী দলগুলিকে তীব্র আক্রমণ করেন মোদী। কংগ্রেসের ইস্তেহারে বলা হয়েছে, এবারের লোকসভা নির্বাচনে জয় পেলে দেশের সম্পদ জরিপ করা হবে এবং সেগুলি পুনর্বণ্টন করা হবে। এ বিষয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে মোদী দাবি করেন, হিন্দুদের সম্পদ নিয়ে মুসলিম অনুপ্রবেশকারীদের দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০০৬ সালে বলেছিলেন, ‘দেশের সম্পদের উপর মুসলিমদের প্রথম অধিকার থাকা উচিত।’ সে কথা উল্লেখ করেও কংগ্রেসকে আক্রমণ করেন মোদী। পরের দিনই আবার মুসলিমদের জন্য এনডিএ সরকারের কাজের কথা উল্লেখ করলেন তিনি। বিশেষ করে মুলসিম মহিলাদের জন্য বিশেষ উদ্যোগের কথা উল্লেখ করেছেন তিনি। এভাবেই বিরোধীদের পিছনে ফেলে দেওয়ার চেষ্টা করছেন মোদী।

 

 

উত্তরপ্রদেশে ভালো ফলের লক্ষ্যে বিজেপি

জাতীয় রাজনীতিতে বলা হয়, 'উত্তরপ্রদেশ যার, দিল্লি তার।' এবারের লোকসভা নির্বাচনেও উত্তরপ্রদেশে সংখ্যাগরিষ্ঠ আসন জিতে তৃতীয়বার সরকার গড়ার লক্ষ্যে মোদী

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Congress: 'আইপিএল-এ পয়েন্ট ভাগ করার মতো,' সম্পদ পুনর্বণ্টন নিয়ে কংগ্রেসকে খোঁচা প্রসাদের

Narendra Modi: 'মা-বোনেদের সোনার গয়না বিলিয়ে দেবে মুসলমানদের মধ্যে', মোদীর নিশানায় কংগ্রেস

Read more Articles on
Share this article
click me!