Election Commission: 'রাজীব গান্ধীর মৃত্যুর পর আইনবিরুদ্ধভাবে স্থগিত রাখা হয়েছিল ভোট,' অভিযোগ অখিলেশ মিশ্রর

বিজেপি-র বিরুদ্ধে নির্বাচন কমিশনকে কাজে লাগানোর অভিযোগ করছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। পাল্টা পুরনো ঘটনার কথা উল্লেখ করে কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপি নেতা অখিলেশ মিশ্র।

রাজীব গান্ধীর মৃত্যুর পর ১৯৯১ সালের লোকসভা নির্বাচন স্থগিত রাখা নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা অখিলেশ মিশ্র। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে নির্বাচন কমিশনের অপব্যবহার নিয়ে কংগ্রেসকে তোপ দেগে লিখেছেন, ‘নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নির্বাচন চলাকালীন কোনও প্রার্থীর মৃত্যু হলে সেই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায় এবং পরে কোনও তারিখে সেই কেন্দ্রে ভোটগ্রহণ হয়। মাত্র একটি আসনের জন্য পুরো নির্বাচন স্থগিত রাখার নিয়ম নেই। কিন্তু ১৯৯১ সালের মে মাসে যখন রাজীব গান্ধীর মৃত্যু হয়, ৩ সপ্তাহের জন্য পুরো নির্বাচন স্থগিত রাখা হয়। ৭ জন মুখ্যমন্ত্রী নির্বাচন স্থগিত রাখার বিরোধিতা করেন। অনেকে এই ঘটনাকে গণতন্ত্র ও সংবিধানের হত্যা বলে বর্ণনা করেন। কিন্তু তারপরেও তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার টি এন সেশন, যিনি কংগ্রেসের পরিবারতন্ত্রের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন, তিনি নির্বাচন স্থগিত রাখেন। এই সিদ্ধান্ত নিয়ে আদালতের দ্বারস্থ হওয়া যেত।’

কংগ্রেসকে তীব্র আক্রমণ অখিলেশের

Latest Videos

১৯৯১ সালের লোকসভা নির্বাচন নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে অখিলেশ আরও দাবি করেছেন, ‘রাজীব গান্ধীর হত্যার আগে কংগ্রেস হারের মুখে ছিল। ৩ সপ্তাহ নির্বাচন স্থগিত থাকার ফলে সহানুভূতি ভোট পাওয়ার কৌশল অবলম্বন করে কংগ্রেস। বিজ্ঞাপনে সনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে ব্যবহার করা হয়। শেষযাত্রার মিছিল করা হয়। ভোট পাওয়ার জন্য সবরকম কৌশল অবলম্বন করা হয়। নির্বাচন স্থগিত হওয়ার পর ফল পুরো বদলে যায়। কংগ্রেসের হার নিশ্চিত ছিল। ১৯৮৯ সালের চেয়েও খারাপ ফল হত। কিন্তু কৌশল কাজে লাগিয়ে সরকার গঠন করে কংগ্রেস।’

 

 

সেশনকে আক্রমণ অখিলেশের

অখিলেশের দাবি, ‘যাঁরা বর্তমান নির্বাচন কমিশনের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁদের তথাকথিত কিংবদন্তি সেশনের চরিত্র জেনে রাখা ভালো। সেশনকে পুরস্কার দেয় কংগ্রেস। তাঁকে লালকৃষ্ণ আডবাণীর বিরুদ্ধে প্রার্থী করা হয়। এম এস গিল, নবীন চাওলার মতো মুখ্য নির্বাচন কমিশনারদেরও দুর্নীতিগ্রস্ত করে তোলে কংগ্রেস। ফলে কংগ্রেস বর্তমান নির্বাচন কমিশন নিয়ে যে মিথ্যা প্রচার করছে, তাদের নিজেদের অতীত দেখা উচিত।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

BJP Vs Congress: 'বিজেপি দফতরে গেলে গোমাংস খাব,' বিতর্কিত মন্তব্য তামিলনাড়ুর কংগ্রেস নেতার

'নিজে ভিসা ছাড়া লাহোরে গিয়ে তাদের শক্তি পরীক্ষা করেছিলাম'- কংগ্রেসকে সপাট জবাব মোদীর

২৪-এ ফের প্রধানমন্ত্রী হবেন মোদী! দাপটের সঙ্গে দাবি রাহুলের, কংগ্রেস নেতার ভাষণে তাজ্জব দেশ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia