এবারের লোকসভা নির্বাচনে পাঁচ দফার ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এখনও দুই দফার ভোটগ্রহণ বাকি। এরই মধ্যে তামিলনাড়ুর এক কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে।
'আমরা যদি ওখানে যাই, আমাদের আমিষ খাবার চাই। আমরা গোমাংস পছন্দ করি। তাই আমাদের আমিষ খাবার ও গোমাংস চাই। আমাদের জন্য খাবার তৈরি করতে ওদের দু'দিন সময় দেব।' এই মন্তব্য করে বিতর্কে জড়ালেন তামিলনাড়ুর কংগ্রেস নেতা ইভিকেএস এলানগোভান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ওড়িশায় লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে তামিলনাড়ুর মানুষকে অপমান করার অভিযোগ উঠেছে। তাঁরা এক সপ্তাহের মধ্যে ক্ষমা না চাইলে চেন্নাইয়ে বিজেপি দফতর ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস। এরই পাল্টা হিসেবে তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই কটাক্ষ করেন, আগে থাকতে তাঁদের জানালে কংগ্রেস নেতাদের জন্য খাবার তৈরি করে রাখবেন। এরই জবাবে বিতর্কিত মন্তব্য করলেন এলানগোভান। যা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।
কংগ্রেসের বিরুদ্ধে হিন্দু-বিরোধী আচরণের অভিযোগ
তামিলনাড়ুতে ডিএমকে ও কংগ্রেস নেতাদের বিরুদ্ধে একাধিকবার হিন্দুদের ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে। এবার এলানগোভানের মন্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন, হিন্দু-বিরোধী আচরণ করছে কংগ্রেস। শনিবার লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোটগ্রহণ। তার আগে তুঙ্গে উঠেছে গোমাংস-বিতর্ক।
তামিলদের অপমান করেছেন মোদী-শাহ?
তামিলনাড়ু কংগ্রেস কমিটির সভাপতি কে সেলভাপেরুনথাগাই দাবি করেছেন, পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের চাবি নিয়ে মোদী যে মন্তব্য করেছেন, তাতে তামিলরা অপমানিত বোধ করছেন। তিনি তামিলদের চোর আখ্যা দিয়েছেন। অমিত শাহের বিরুদ্ধেও তামিলনাড়ুর মানুষকে অপমানের অভিযোগ এনেছেন সেলভাপেরুনথাগাই। তাঁর দাবি, নির্বাচন কমিশন মোদী-শাহের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। পাল্টা কংগ্রেসকে কটাক্ষ করেছেন আন্নামালাই। এই বিতর্ক যখন তুঙ্গে উঠেছে, তখন এলানগোভানের মন্তব্য বিতর্কে ঘি ঢেলে দিয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টে অনেকেই কংগ্রেসকে তীব্র আক্রমণ করছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'নিজে ভিসা ছাড়া লাহোরে গিয়ে তাদের শক্তি পরীক্ষা করেছিলাম'- কংগ্রেসকে সপাট জবাব মোদীর
২৪-এ ফের প্রধানমন্ত্রী হবেন মোদী! দাপটের সঙ্গে দাবি রাহুলের, কংগ্রেস নেতার ভাষণে তাজ্জব দেশ