Narendra Modi: 'মানুষ টানা তৃতীয়বার এনডিএ-র উপর ভরসা রেখেছেন,' বার্তা মোদীর

এবারের লোকসভা নির্বাচনে ৪০০ আসনের লক্ষ্যে লড়াই করছিল এনডিএ। কিন্তু তার চেয়ে অনেক কম আসন পেয়েই থেমে যেতে হচ্ছে বিজেপি তথা এনডিএ-কে।

Soumya Gangully | Published : Jun 4, 2024 2:29 PM IST / Updated: Jun 04 2024, 08:50 PM IST

'মানুষ টানা তৃতীয়বার এনডিএ-র উপর ভরসা রেখেছেন। ভারতের ইতিহাসে এটা ঐতিহাসিক সাফল্য। এই ভালোবাসার জন্য আমি জনতা জনার্দনকে কুর্ণিশ করছি। তাঁদের আশ্বাস দিচ্ছি, আমরা গত এক দশকে যে ভালো কাজ করেছি তা চালিয়ে যাব। মানুষের উচ্চাশা পূরণ করব। কঠোর পরিশ্রমের জন্য আমাদের কর্মীদের কুর্ণিশ করছি। তাঁদের অসাধারণ প্রচেষ্টা ভাষায় বর্ণনা করা যাবে না।' সোশ্যাল মিডিয়া পোস্টে এভাবেই এবারের লোকসভা নির্বাচনের ফল ব্যাখ্যা করলেন নরেন্দ্র মোদী। এবারের লোকসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে আসন কমেছে। তা সত্ত্বেও এই ফল প্রকাশিত হওয়ার পর দেশের মানুষ ও বিজেপি নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন মোদী।

মোদীর সাফল্য দেখছেন অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘এনডিএ-র এই জয় নেতা নরেন্দ্র মোদী জি-র উপর মানুষের আস্থার প্রতিফলন। তিনি দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। মোদী জি উন্নত ভারতের যে দিশা দেখিয়েছেন, তার প্রতি ভরসা রেখেছে মানুষ। জনগণের এই আশীর্বাদ গত এক দশকে গরিব কল্যাণ, ঐতিহ্য পুনরুদ্ধার, মহিলাদের আত্মসম্মান ও কৃষকদের কল্যাণের জন্য গত এক দশকে মোদী জি-র কাজের প্রতি আশীর্বাদ।’

 

 

ভোটারদের অভিনন্দন নাড্ডার

বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদী শক্তিশালী সরকার গঠন করেছেন। প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করার জন্য ভোটারদের ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী মোদী সবসময় সামনে থেকে দেশ, দল ও মানুষকে নেতৃত্ব দিয়েছেন। আমি এনডিএ-র শরিকদেরও ধন্যবাদ জানাচ্ছি। বিজেপি কর্মীরাও গত কয়েক মাসে কঠোর পরিশ্রম করেছেন এবং এনডিএ-কে জয় পেতে সাহায্য করেছেন।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

গান্ধীনগর থেকে রেকর্ড ভোটে জয় অমিত শাহের, নিজের রেকর্ড নিজেই ভাঙলেন বিজেপি নেতা

Narendra Modi: সকাল থেকে টানাপোড়েনের পর চওড়া হাসি মোদীর মুখে, বারাণসী থেকে তিনবার জয়ী প্রধানমন্ত্রী

Read more Articles on
Share this article

Latest Videos

click me!

Latest Videos

TMC News : 'বলল চলো দই খাই, আমরা স্বামী-স্ত্রী...' প্রধানকে নিয়ে তুমুল দ্বন্দ্ব খোদ তৃণমূলে! দেখুন
Kolkata Hawker Eviction: শহরজুড়ে হকার উচ্ছেদে পুলিশ, বুলডোজার দিয়ে ভাঙা হল দোকান
চরম গাফিলতি বিদ্যুৎ কর্মীদের, পুড়ে ছাই ৪৫টি বাড়ির টিভি-ফ্রিজ-ফ্যান-মোবাইল | West Bengal News
'পার্ক সার্কাস, নিউ মার্কেট, রাজাবাজার ও মেটিয়াবুরুজে কবে বুলডোজার চলবে?' প্রশ্ন Suvendu Adhikari-র
Suvendu Adhikari : 'আসুক! বুলডোজারের সামনে আমি দাঁড়াব' শুভেন্দুর চরম হুঁশিয়ারি! দেখুন