Rahul Gandhi: 'দেশ নরেন্দ্র মোদীকে সাফ বলে দিয়েছে আপনাকে চাই না,' আক্রমণ রাহুলের

এবারের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের ফলে খুশি রাহুল গান্ধী। তিনি বিজেপি তথা এনডিএ-র ফল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করেছেন।

এবারের লোকসভা নির্বাচনের ফল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধী। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'জনতা আদানি জি-র সঙ্গে মোদী জি-কে সরাসরি সংযুক্ত করে। মোদীজির হার হলে স্টক মার্কেট বলে, মোদী জি গেলেন তো আদানি জি-ও গেলেন। সরাসরি সম্পর্ক আছে। দুর্নীতির সম্পর্ক আছে। দেশ নরেন্দ্র মোদীকে সাফ বলে দিয়েছে, আমরা আপনাকে চাই না। এটাই এবারের নির্বাচনের মূল বিষয়। দেশ সর্বসম্মতিক্রমে স্পষ্ট রায় দিয়েছে। আমরা চাই না নরেন্দ্র মোদী, অমিত শাহ দেশ চালান। তাঁরা যেভাবে দেশ চালিয়েছেন সেটা আমরা পছন্দ করছি না। তাঁরা যেভাবে সংবিধানের উপর আক্রমণ করেছেন, সেটা আমরা পছন্দ করছি না। তাঁরা গত এক দশকে যেভাবে দেশ চালিয়েছেন, সেটা আমরা পছন্দ করছি না। নরেন্দ্র মোদীর প্রতি এটা বড় বার্তা।'

মোদীকে তোপ রাহুলের

Latest Videos

বিজেপি ও মোদীকে আক্রমণ করে রাহুল আরও বলেছেন, 'কংগ্রেস দল ও ইন্ডিয়া জোট এই নির্বাচনে শুধু একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করেনি। এই নির্বাচনে আমরা বিজেপি, ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারের সব কাঠামো, গোয়েন্দা সংস্থা, সিবিআই, ইডি, আধা-বিচার বিভাগের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হয়েছে। কারণ, এই সংস্থাগুলিকে দখল করেছেন, ধমকেছেন, ভয় দেখিয়েছেন নরেন্দ্র মোদী জি ও অমিত শাহ জি। সংবিধান বাঁচানোর লড়াই ছিল।'

দেশের মানুষকে ধন্যবাদ রাহুলের

দেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে রাহুল বলেছেন, 'যখন ওঁরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাতিল করেন, মুখ্যমন্ত্রীদের জেলে পাঠান, তখন আমার বিশ্বাস ছিল, দেশের মানুষ সংবিধান বাঁচানোর জন্য একসঙ্গে লড়াই করবেন। এটা সত্যি বলে প্রমাণিত হয়েছে।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

গান্ধীনগর থেকে রেকর্ড ভোটে জয় অমিত শাহের, নিজের রেকর্ড নিজেই ভাঙলেন বিজেপি নেতা

Mamata Banerjee: 'বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত,' দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari