১ নভেম্বর থেকে গ্রাহকদের জন্য রয়েছে সুখবর। এবার গ্যাসের দাম কমানোর সিন্ধান্ত নিলো কেন্দ্র সরকার। সূত্রের খবর, শনিবার অর্থাৎ ১ নভেম্বর থেকে কমছে বাণিজ্যিক কাজে ব্যবহৃত গ্যাসের দাম। ফলে মাসের শুরুতে অনেকটাই স্বস্তি আমজনতার। কারণ, খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলির তরফে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
25
কত টাকা কমল বাণিজ্যিক গ্যাসের দাম?
সূত্রের খবর, নভেম্বর মাসের শুরুতেই বাণিজ্যিক গ্যাসের দাম কমল প্রায় ৬ টাকা পয়সা। ১ নভেম্বর থেকে বাণিজ্যিক গ্যাস ক্রয়ের ক্ষেত্রে দেশজুড়ে এই দাম ধার্য হচ্ছে। ফলে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারপিছু দাম কমে হচ্ছে ১৬৯৪ টাকা। আগের মাসের তুলনায় ৬ টাকা ৫০ পয়সা কমেছে। পুজোর মাসেও বাণিজ্যিক গ্যাসের দাম ৫০ টাকা ৫০ পয়সা কমে হয়েছিল ১৬৮৪ টাকা। তবে অপরিবর্তিত থাকছে রান্নার গ্যাসের দাম।।
35
উৎসবের মরশুমে গ্যাসের দাম বৃদ্ধি
এদিকে গত অক্টোবর মাসে অর্থাৎ উৎসবের মরশুমে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছিল। সেই সময় বাণিজ্যিক গ্যাসের দাম ছিল সিলিন্ডার প্রতি ১৭০০ টাকা ৫০ পয়সা। ফলে পুজোর সময় গ্যাসের দাম ১৬ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেলেও নতুন মাস পড়তেই ফের গ্যাসের দাম কমালো কেন্দ্র সরকার।
যদিও নভেম্বর মাসের ১ তারিখ থেকে কেন্দ্রের তরফে বাণিজ্যিক গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হলেও দামের কোনও পরিবর্তন ঘটছে না রান্নার এলপিজি সিলিন্ডারের। রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের দাম অপরিবর্তিত। অর্থাৎ পুরনো দাম ৮৭৯ টাকা দিয়েই ১৪.২ কেজির সিলিন্ডার কিনতে হবে গ্রাহকদের।
55
স্বস্তিতে ব্যবসায়ীরা
বাণিজ্যিক গ্যাস সাধারণত ব্যবসা-বাণিজ্যের কাজে এবং বড় বড় হোটেল, রেস্তঁরায় ব্যবহৃত হয়। উৎসবের মরশুমের পর নভেম্বরের শুরুতেই কেন্দ্রের তরফে এই গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা কমায় স্বস্তিতে ব্যবসায়ীরা। কারণ, অক্টোবর মাসে দাম বৃদ্ধি পেলেও নভেম্বর থেকে কমে যাচ্ছে বাণিজ্যিক গ্যাসের দাম। ফলে খরচ বাঁচতে চলেছে অনেকটাই।