ক্রেডিট কার্ডের নিয়মে বদল
এসবআই কার্ড হোল্ডারদের জন্যও এবার বড় আপডেট সামনে এসেছে। আগামী ১১ অগস্ট থেকে এসবিআই একাঝিক কো-ব্রান্ডেড ক্রেডিট কার্ডে উপলব্ধ ফ্রি এয়ার অ্যাক্সিডেন্ট ইনসিওরেন্স কভার বন্ধ করতে চলেছে। বর্তমানে UCO, PSB, Central Bank, করুর বৈশ্য ব্যাঙ্ক এবং এলাদাবাদ ব্যাঙ্কের সঙ্গে SBI- কিছু এলিট এবং প্রাইম কার্ডে ১ কোটি টাকা বা ৫০ লক্ষ টাকার কভার প্রদান করত।