UPI থেকে ক্রেডিট কার্ডের নিয়ম- ১ অগাস্ট থেকে এই পাঁচ ক্ষেত্রে আসছে পরিবর্তন, জেনে নিন কী কী

Published : Aug 01, 2025, 07:30 AM ISTUpdated : Aug 01, 2025, 08:39 AM IST

অগাস্ট মাস থেকে LPG, CNG, PNG, UPI এবং ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন আসছে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমার পর, এবার এলপিজি সিলিন্ডারের দামেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এছাড়াও, UPI লেনদেন, ক্রেডিট কার্ডের বীমা এবং ATF-এর দামেও পরিবর্তন আসতে পারে।

PREV
15

LPG-র দামে বদল

প্রতি মাসের মতো, অগাস্টেও এলপিজি বা বাণিজ্যিক সিলিন্ডারের দাম পরিবর্তন হতে পারে। গত ১ জুলাই ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৬০ টাকা কমে। তবে, বাণিজ্যিক সিলিন্ডারের দাম অনেকবার বদল হলেও এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। অগস্ট থেকে এলপিজি-র দামে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

25

CNG, PNG-র দামে বদল

তেল কোম্পানিগুলো প্রতি মাসে সিএনজি এবং পিএনজি-র দাম পরিবর্তন করে। গত এপ্রিল মাস থেকে এই দামে কোনও পরিবর্তন হয়নি। ৬ মাসের মধ্যে চতুর্থবারের মতো এই দামে বৃদ্ধি করা হয়।

35

ক্রেডিট কার্ডের নিয়মে বদল

এসবআই কার্ড হোল্ডারদের জন্যও এবার বড় আপডেট সামনে এসেছে। আগামী ১১ অগস্ট থেকে এসবিআই একাঝিক কো-ব্রান্ডেড ক্রেডিট কার্ডে উপলব্ধ ফ্রি এয়ার অ্যাক্সিডেন্ট ইনসিওরেন্স কভার বন্ধ করতে চলেছে। বর্তমানে UCO, PSB, Central Bank, করুর বৈশ্য ব্যাঙ্ক এবং এলাদাবাদ ব্যাঙ্কের সঙ্গে SBI- কিছু এলিট এবং প্রাইম কার্ডে ১ কোটি টাকা বা ৫০ লক্ষ টাকার কভার প্রদান করত।

45

UPI লেনদেন

আজ ১ অগস্ট থেকে UPI-এ আসছে বদল। এবার থেকে UPI অ্যাপ থেকে দিনে ৫০ বার ব্যালেন্স চেক করতে পারবেন। দিনে মাত্র ২৫ বার মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে পারবেন। দিনে মাত্র ৩ বার ফেল ট্রানজাকশনের স্ট্যাটাস চেক করতে পারবেন। এরই সঙ্গে নেটফ্লিক্স এবং মিউচুয়াল ফান্ডের কিস্তির মতো অটোপে লেনদেন এখন মাত্র ৩ টি টাইম স্লটে প্রসেস করা হবে।

55

ATF-র দাম

১ অগাস্ট থেকে এয়ার টারবাইন ফুয়েলের দামেও পরিবর্তন আসতে পারে। কারণ অয়েল মার্কেটিং কোম্পানিগুলো কেবল এলপিজি-র দামই নয়, বরং প্রথম দিনে এয়ার টারবাইন ফুয়েলের দামও পরিবর্তন করতে করে।

Read more Photos on
click me!

Recommended Stories