রোহিঙ্গারা শরণার্থী না অনুপ্রবেশকারী? প্রশ্ন সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চের

Published : Jul 31, 2025, 06:24 PM IST

Rohingyas Case: সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি কোটিশ্বর সিংহের বেঞ্চ জানিয়েছে রোহিঙ্গা বিষয়ক তিন ধরনের মামলা পৃথকভাবে শোনা হবে। 

PREV
16
রোহিঙ্গারা শরণার্থী না অনুপ্রবেশকারী?

রোহিঙ্গারা শরণার্থী না অনুপ্রবেশকারী? রোহিঙ্গা সংক্রান্ত একগুচ্ছ মামলার প্রসঙ্গ টেনে এনে সুপ্রিম কোর্ট এটি বড় পর্যবেক্ষণের কথা জানিয়েছে। সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ- রোহিঙ্গারা শরণার্থী না অনুপ্রবেশকারী? এই বিষয়টি প্রথমে স্থির করতে হবে। এই বিষয়টি স্থির হয়ে গেলেই অন্য বিষয়গুলি নিয়ে যে সমস্যা রয়েছে তার সমাধান হতে বেশি সময় লাগবে না। এই ইস্যুতে অবৈধ অনুপ্রবেশকারী ও তাদের তাড়িয়ে দেওয়ার বিষয়ে রাষ্ট্রের কী করণীয়, সেই বিষয়ে শুধুমাত্র একটি নীতি স্থির করে দিতে পারে কোর্ট।

26
সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চে শুনানি

সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি কোটিশ্বর সিংহের বেঞ্চ জানিয়েছে রোহিঙ্গা বিষয়ক তিন ধরনের মামলা পৃথকভাবে শোনা হবে।

প্রথম ভাগ- রোহিঙ্গা সংক্রান্ত মামলা

দ্বিতীয় ভাগ- রোহিঙ্গাদের সমস্যা সম্পর্তিত মামলা

তৃতীয় ভাগ- রোহিঙ্গাদের সঙ্গে সম্পর্কিত সম্পূর্ণ ভিন্ন বিষয়ের মামলা।

সুপ্রিম কোর্ট জানিয়েছে প্রত্যেক বুধবার রোহিঙ্গা সম্পর্কিত বিষয়ের মামলা শোনা হবে।

36
বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ

সংবাদ সংস্থা অনুযায়ী- বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ হল- প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হল সহজ, রোহিঙ্গারা শরণার্থী না অবৈধ অনুপ্রবেশকারী? মামলাগুলিতে কী কী বিষয় উঠে এসেছে, কোন কোন বিষয়গুলি দেখা হবে, তা-ও জানিয়েছে তিন বিচারপতির বেঞ্চ। রোহিঙ্গারা কি শরণার্থী হিসাবে ঘোষিত হতে পারেন? যদি তেমন হয়, তবে তারা কী কী সুরক্ষা, সুযোগ-সুবিধা বা অধিকার পেতে পারেন? তা নিয়ে প্রশ্ন উঠেছে মামলায়। আদালত জানিয়েছে, এর পরে দ্বিতীয় যে বিষয়টি উঠে এসেছে, তা হল রোহিঙ্গারা যদি শরণার্থী না হয়ে অবৈধ অনুপ্রবেশকারী হন, সে ক্ষেত্রে তাঁদের বিতাড়নের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যগুলির পদক্ষেপ সঠিক ছিল কি না।

46
সুপ্রিম কোর্টের প্রশ্ন

সুপ্রিম কোর্টের প্রশ্ন হল যদি ধরে নেওয়া হয় রোহিঙ্গারা অবৈধ অনুপ্রবেশকারী তাহলে তাদের কী অনির্দিষ্টকালের জন্য বন্দি করে রাখা যায়? সুপ্রিম কোর্টের প্রশ্ন কোর্ট কি রোহিঙ্গাদের নির্দিষ্ট শর্তে জামিন দিতে পারে? সুপ্রিম কোর্ট বলেছেন, একটি মামলা এমনই রয়েছে, যেখানে বলা হয়েছে শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গারা পানীয় জল নিকাশি সুবিধে, শিক্ষার মত মৌলিক সুবিধে পাচ্ছেন কিনা না?

56
রোহিঙ্গাদের সুবিধে

সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে রোহিঙ্গারা অবৈধ অনুপ্রবেশকারী হলে আইন মোতাবেক কেন্দ্র ও রাজ্য সরকারগুলি তাদের বিতাড়ন করতে পারবে কিনা, সেই নিয়েও হয়েছে মামলা। সব মিলিয়ে সুপ্রিম কোর্টে রোহিঙ্গা ইস্যুটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে।

66
রোহিঙ্গা ইস্যুতে সুপ্রিম কোর্টে ধমক

৬ মে রোহিঙ্গা সংক্রান্ত কিছু মামলায় মামলাকারীদের ধমক দিয়েছিল সুপ্রিম কোর্ট। মামলাকারীদের দাবি ছিল, শিশু এবং মহিলা-সহ ৪৩ জন রোহিঙ্গাকে আন্দামান সাগর হয়ে মায়ানমারে বিতাড়ন করা হচ্ছে। ওই সময় মামলাকারীদের ধমকে সুপ্রিম কোর্ট বলেছিল, “আপনারা আজগুবি গল্প নিয়ে আসছেন।” এক মামলাকারী আদালতে যে তথ্য জমা দিয়েছিলেন, তার গ্রহণযোগ্যতা নিয়েও সেই সময় প্রশ্ন তুলেছিল আদালত।

Read more Photos on
click me!

Recommended Stories