তাক লাগালো দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফল, একশো শতাংশ নম্বর পেয়ে একসঙ্গে প্রথম ১৫ পড়ুয়া

  • করোনা আবহে এবার বার হতে শুরু করল বোর্ড পরীক্ষার ফল
  •  দশম শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা  মধ্যপ্রদেশ বোর্ডের
  • মাধ্যমিকের সবমিলিয়ে পাসের হার ৬২.৫৪ শতাংশ
  • ছেলেদের তুলনায় মেয়েদের পরীক্ষার ফল ভাল হয়েছে

কোরনাভাইরাসের কারণে তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সিবিএসই ও আইসিএসসি বোর্ডের দমশ ও দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষাও এই পরিস্থিতিতে বাতিল করতে হয়েছে। এর মধ্যেই শনিবার নিজেদের দশম শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা করল মধ্যপ্রদেশ বোর্ড। 

মধ্যপ্রদেশ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা এমপিবিএসই নিজিদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশ করেছে।  mpbse.nic.in, mpbse.mponline.gov.in and mpresults.nic.in.এই তিন ওয়েবসাইটে ক্লিক করলেই জানা যাচ্ছে ফলাফল। চলতি বছর প্রায় সাড়ে ১০ লক্ষ পড়ুয়া মধ্যপ্রদেশ বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। পাসের হাত ৬২.৫৪ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি। মধ্যপ্রদেশ বোর্ডের মাধ্যমিকে ছেলেদের পাসের হার যেখানে ৬০.০৯ শতাংশ। সেখানে মেয়েদের পাসের হার ৬৫.৮৭ শতাংশ। গতবছর পাসের হার ঠিল ৬১.৩২ শতাংশ।

Latest Videos

২০২০ সালের দশম শ্রেণির পরীক্ষার ফলে সবচেয়ে অবকা করা ঘটনা হল একসঙ্গে প্রথম স্থান অধিকার করেছেন ১৫ জন। তারা সকলেই একশো শতাংশ নম্বর পয়েছেন। প্রথম শ্রেণিতে পাস করেছেন ৩.৫ লক্ষের বেশি পড়ুয়া। করোনাভাইরাসের কারণে এবছর মধ্যপ্রদেশের দমশ শ্রেণির পরীক্ষা শেষ করা যায়নি। মহামারির কারণে বাকি থাকা পরীক্ষাও শেষ পর্যন্ত বাতিল করে দেয় বোর্ড। 

এদিকে করোনা আবহে শুক্রবার প্রকাশিত হয়েছে ত্রিপুরা বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষার ফলাফল। এই বছর ত্রিপুরার মাধ্যমিক পরীক্ষায় বসেছিল  মোট ৪৮,৯৯৪ জন পড়ুয়া। তাদের মধ্যে মাধ্যমিকে প্রথম হয়েছে আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের দীপায়ন দেবনাথ, সে পেয়েছে ৪৮৮ নম্বর। এই বছর ত্রিপুরা বোর্ডে পাশের হার ৬৯.৪৯ শতাংশ। 


 

Share this article
click me!

Latest Videos

‘কল্যাণবাবুর খাওয়া-বলা সব উল্টোপাল্টা’ সুকান্ত মজুমদারের ঝাঁঝালো টনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে
‘পুলিশ বিজেপি নেতাদের ছবি তুলে মুখ্যমন্ত্রীকে পাঠায়’ মমতাকে তুলোধোনা করলেন সুকান্ত, দেখুন কী বললেন
বিয়ের মঞ্চে নববধূর এমন কাণ্ডে হতবাক সকলে! ছুটে গেলেন বিজেপির শমীক | BJP West Bengal
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News