Madhya Pradesh Exit Poll: মধ্যপ্রদেশে অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে জ্যোতিরাদিত্য, দেখুন কী বলছে বুথ ফেরত সমীক্ষা

২৩০ আসনের মধ্যেপ্রদেশ বিধানসভা দখল নিয়ে কংগ্রেস আর বিজেপির মধ্যে চলছে হাড্ডাহাড্ডির লড়াই।

 

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন মানেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অগ্নিপরীক্ষা। অন্যদিকে কংগ্রেসের বর্ষিয়ান নেতা কমল নাথের ফিরে আসার লড়াই। ২৩০ আসনের মধ্যেপ্রদেশ বিধানসভা দখল নিয়ে কংগ্রেস আর বিজেপির মধ্যে চলছে হাড্ডাহাড্ডির লড়াই।

মধ্যপ্রদেশ বিধানসভাঃ

Latest Videos

মোট আসন- ২৩০

সরকার গঠনে ম্যাজিক সংখ্যা ১১৬

তবে এবার সরকার গঠনের লড়াইয়ে মূল প্রতিপক্ষ কংগ্রেস ও বিজেপি। পাঁচ বছর আগে নির্বাচনে কংগ্রেস জয়ী হয়ে সরকার গঠন করেছিল। কিন্তু জ্যোতিরাদিত্য দল বদল করায় কংগ্রেসের সরকার পড়ে যায়। ক্ষমতায় আসে বিজেপি। এবার তারই প্রতিশোধ তুলতে মরিয়া কংগ্রেস। আসুন এক ঝলকে দেখেনি কী বলছে মধ্যপ্রদেশের বুথ ফেরত সমীক্ষাঃ

সূত্র                                                   বিজেপি   কংগ্রেস      বিএসপি     নির্দল

দৈনিক ভাস্কর                                 ৯৫-১১৫    ১০৫-১২০      ০                ০-১৫

জন কি বাত                                     ১০০-১২৩  ১০২-১২৫     ০                   ৫

নিউজ ২৪ টুডের চাণক্য                  ১৫১            ৭৪              ০                 ০-২

টিভি ৯ ভারতবর্ষ-পোলস্টার            ১০৬-১১৬      ১১১-১২১    ০               ০-৬

বুথ ফেরত একাধিক সমীক্ষা থেকে স্পষ্ট হয়ে গেছে মধ্যে প্রদেশে এবার ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস। তবে বিজেপি খুব একটা পিছিয়ে থাকবে না। তবে এবার মধ্যপ্রদেশে যে সরাসরি কংগ্রেস আর বিজেপির মধ্যে লড়াই হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। বর্তমান বিধানসভায় বিজেপির দখলে রয়েছে ১২৮ আসন। কংগ্রেসের দখলে রয়েছে ৯৮টি আসন। বিরোধীদের আসন সংখ্যা ১০২।

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury