child murder: তিনটি ছেলের ষড়যন্ত্র! নৃশংসভাবে খুন করা হয় একটি ১২ বছরের ছেলেকে

১২ বছরের একটি ছেলেকে খুন করল তিনটি ছেলে। যাদের বয়স ১৬, ১৪ আর ১১। পুরনো বিবাদের জেরে খুন বলে অনুমান করা পুলিশের।

 

এক ভয়ঙ্কর নৃশংস আর মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের সিওনি জেলা। সেখানে তিন নাবালক তাদের মধ্যে সবথেকে ছোট ছেলেটির বয়স মাত্র ১১। যাকে হত্যা করা হয়েছে তার বয়স মাত্র ১২ বছর। সাইকেলের চেইন দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করতে তার মাথা পাথর দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। এখানেই অত্যাচারের শেষ নয়। ধারালো ছুরি দিয়ে ছেলেটির গলা কেটে দেওয়া হয় বলেও জানিয়েছে পুলিশ। তারপর দেহ লোপাটের জন্য একটি পলিথিনের ব্যাগের ভোরে তা নুড়ির স্তূপে ছুঁড়ে ফেলে দেয়।

স্থানীয় এক মহিলা রক্ত মাখা ব্যাগটি প্রথমে দেখতে পান। সন্দেহ হয়, তাতেই খবর দেন পুলিশে। দ্রুত তদন্তে নামে পুলিশ। উদ্ধার করে দেহ। তারপরই হাড়হিম করা ঘটনা সামনে আসে। পুলিশের অনুমান নৃশংস এই হত্যাকাণ্ডের পিছনে পুরনো বিরোধ কাজ করেছে। তিনটি ছেলেকেই আটক করেছে পুলিশ। জুভেনাইল আদালত তিনজনকেই ১৪ দিনের জেল হেফাজতের নিপ্দেশ দিয়েছে।

Latest Videos

তদন্তকারী পুলিশ কর্তা প্রসন্ন শর্মা জানিয়েছেন, তিন জনের বয়স ১৬, ১৪ আর ১১। তারা তিন জন মিলে একটি ১২ বছরের ছেলেকে সিওনি জেলার জেলা সদর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে মাগারকাথা গ্রামের একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে গিয়েছিল। সেখানেই তারা তিনজনে মিল ১২ বছরের ছেলেটিকে হত্যা করে। পুলিশ জানিয়েছে, তিনটি ছেলে অত্যান্ত পরিকল্পনা করে নিখুঁতভাভে ১২ বছরের ছেলেটিকে হত্যা করেছিল। পাকা সুপারি কিলারদের কাজের সঙ্গে এদের কাজের কোনও তফাত ছিল না বলেও জানিয়েছেন পুলিশ কর্তা। তিনি বলেছেন, প্রথম ১২ বছরের ছেলেটিকে তিনজন ডেকে নিয়ে আসে। নির্জন জায়গাতেই ১২ বছরের ছেলেটির গলায় সাইকেলের চেইন জড়িয়ে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে। কিন্তু ছেলেটি চিৎকার করে। তখনই অন্য একজন একটি ভারী পাথর তুলে নিয়ে ছেলেটির মাথায় আঘাত করে। আহত ছেলেটি তৎক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু তিনজন তাতেই নিশ্চিত না হয়ে ধারাল ছুরি দিয়ে গলা কেটে দেয়। তারা যে ছুরি ব্যবহার করে ছিল সেটি মূলত ছাগল বা পাঁঠা জবাই করার কাজে ব্যবহার করা হয়।

পুলিশ জানিয়েছে, স্থানীয় এক মহিলা তাদের দেখে ফেলেছিল। কিন্তু তারপরেও তারা আতঙ্কিত হয়নি। রীতিমত দাগী আসামীদের মতই দেহটি প্ল্যাস্টিকের ব্যাগে ভরে নুঁড়ি পাথর ঘেরা একটি স্থানে ছুঁড়ে ফেলে দেয়। তারপর দ্রুত সেই স্থান থেকে চলে যায়। মহিলার তৎপরতায় দেহ উদ্ধার হয় বলেও জানিয়েছে পুলিশ। তবে ঠিক কী কারণে শিশুকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুনঃ

Karnataka cm race: 'আমার কোনও নম্বর নেই', দিল্লি না গিয়ে বললেন 'অভিমানী' ডিকে শিবকুমার

Rajasthan Politics: তিনটি শর্ত দিয়ে গেহলটকে চূড়ান্ত হুঁশিয়ারি শচীন পাইলটের

বজরংদল ইস্যুতে ১০০ কোটি টাকার মানহানি মামলায় খাড়গেকে নোটিশ, অস্বস্তিতে কংগ্রেস

 

Share this article
click me!

Latest Videos

ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
কোন ফর্মুলায় আগামী নির্বাচনে বাজিমাত করবে BJP? ফাঁস করে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari
উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari