
মধ্যপ্রদেশের সাগর জেলায় ২০ জানুয়ারি জঙ্গলের মধ্যে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, নির্যাতিতার বয়স ২০-র কোঠায়। তাঁর পুরুষ সঙ্গীকে মারধর করে তাড়িয়ে দেওয়ার পরেই তাঁর উপর হামলা চালানো হয়।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের নাম রানু ওরফে জয়গোপাল গৌড় (২৭) এবং সুন্দর ভগবান দাস (২৬)। জঙ্গলে থাকাকালীন তারা যুগলকে আটকায়। অভিযোগ, তারা নির্যাতিতার সঙ্গীকে চড় মেরে কাবু করে তাড়িয়ে দেয়। এরপর তারা তরুণীকে জঙ্গলের আরও গভীরে নিয়ে গিয়ে একে একে ধর্ষণ করে।
নির্যাতিতা কোনওরকমে কাছের একটি রাস্তায় পৌঁছে চিৎকার শুরু করেন। স্থানীয়রা পুলিশকে খবর দিলে, পুলিশ সেই রাতেই মামলা দায়ের করে। তল্লাশি অভিযান শুরু হয় এবং পরে দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদের আদালতে পেশ করা হয়।
সংবাদমাধ্যমকে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযুক্তরা জঙ্গলের কাছেই একটি ছোট বসতির বাসিন্দা। তিনি নিশ্চিত করেন যে, পদ্ধতি মেনে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে এবং তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার (BNS) প্রাসঙ্গিক ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনার ক্রম প্রতিষ্ঠা করতে এবং সহায়ক প্রমাণ সংগ্রহের জন্য আরও তদন্ত চলছে।
পুলিশ জোর দিয়ে বলেছে যে, অভিযোগ দায়ের হওয়ার পরেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে, যার ফলে ঘটনার কয়েকদিনের মধ্যেই অভিযুক্তদের ধরা সম্ভব হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা মামলাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে সমস্ত আইনি বিধান প্রয়োগ করা হবে।