আঁঠা দিয়ে ঠোঁট আটকে লাগাতার ধর্ষণ! কাটা ঘায়ে লাগানো হত লঙ্কার গুঁড়ো, নৃশংস ঘটনায় তোলপাড় দেশ

সংক্ষিপ্ত

নৃসংশ! লাগাতার ধর্ষণ! আঁঠা দিয়ে ঠোঁট বন্ধ করে কাটা ঘায়ে দেওয়া হয়েছে লঙ্কার গুঁড়ো! পাশবিক ঘটনা জানলে আঁতকে উঠবেন….

১ মাস ধরে টানা নির্যাতন। নিয়মিত ধর্ষণ। শুধু তাই নয় শরীরের কাটা জায়গায় লাগানো হয়েছে লঙ্কার গুঁড়ো। আঠা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ঠোঁট। মধ্যপ্রদেশের গুণায় পাশবিক ঘটনা। ঘটনাটি ঘটেছে এক ২৩ বছরের এক তরুনীর সঙ্গে। গুণায় মায়ের সঙ্গে বসবাস করত এই তরুণী।

মাসখানেক আগে শিবপুরী বেড়াতে যান তাঁর মা ৷ সেই সময় বাড়িতে একাই ছিলেন ওই তরুণী ৷

Latest Videos

তিনি জানিয়েছেন এই সময় তাঁকে তার বাড়িতে নিয়ে যান এক প্রতিবেশি ৷ সেখানে একটা ঘরে বন্ধ করে রাখা হয় তাঁকে ৷ এর পর দিনের পর দিন চলে ধর্ষণ এবং অত্যাচার ৷ বেল্ট দিয়ে এলোপাথাড়ি মারধরও করা হয় তাকে ৷ খালি হাতেও মারধর করা হত রোজ।

এরপর তরুণীর কাটা জায়গায় লঙ্কার গুঁড়ো লাগিয়ে দেওয়া হত ৷ যাতে চিৎকার করতে না পারে তার জন্য জোরাল আঠা দিয়ে বন্ধ করে দেওয়া হত ঠোঁট ৷ কিন্তু কেন এই পাশবিক অত্যাচার? এ প্রসঙ্গে তরুণী জানিয়েছেন, অভিযুক্ত চাইছিল সে যাতে তাঁকে বিয়ে করে তাঁর বাড়ি জমি তাকে লিখে দেয় ৷

টানা একমাস বন্দি থাকার পরে গত মঙ্গলবার কোনও রকমে পালাতে সক্ষম হয়েছেন ওই তরুণী ৷ এরপর কোনও রকমে পায়ে হেঁটে নিকটবর্তী থানায় পৌঁছন তিনি ৷ পুলিশ জানিয়েছে, ওই তরুণী থানায় পৌঁছলে তার অবস্থা দেখে আঁতকে গিয়েছিলেন তাঁরা ৷ তরুণীর চোখ মারধরে ফুলে গিয়েছিল, সারা শরীর জুড়ে ছিল আঘাতের চিহ্ন৷ তরুণীর ঠোঁট ছিল আঠা দিয়ে জোড়া লাগানো । অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ৷ তাঁর বিরুদ্ধে ধর্ষণ, আপত্তিকর কথা, মারধর ইত্যাদির অভিযোগ আনা হয়েছে ৷

Share this article
click me!

Latest Videos

'আপনি কাদের হয়ে মামলা লড়েছিলেন?' কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা দিয়ে গর্জে উঠলেন ফিরদৌস শামীম
মমতার চালাকি ধরে ফেললেন! পথ খুঁজতে Abhijit Ganguly'র বাড়িতে চাকরিহারাদের একাংশ | SSC case Update