আঁঠা দিয়ে ঠোঁট আটকে লাগাতার ধর্ষণ! কাটা ঘায়ে লাগানো হত লঙ্কার গুঁড়ো, নৃশংস ঘটনায় তোলপাড় দেশ

Published : Apr 20, 2024, 08:23 AM ISTUpdated : Apr 20, 2024, 08:26 AM IST
Madhya Pradesh Woman horribly tortured and raped by a man

সংক্ষিপ্ত

নৃসংশ! লাগাতার ধর্ষণ! আঁঠা দিয়ে ঠোঁট বন্ধ করে কাটা ঘায়ে দেওয়া হয়েছে লঙ্কার গুঁড়ো! পাশবিক ঘটনা জানলে আঁতকে উঠবেন….

১ মাস ধরে টানা নির্যাতন। নিয়মিত ধর্ষণ। শুধু তাই নয় শরীরের কাটা জায়গায় লাগানো হয়েছে লঙ্কার গুঁড়ো। আঠা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ঠোঁট। মধ্যপ্রদেশের গুণায় পাশবিক ঘটনা। ঘটনাটি ঘটেছে এক ২৩ বছরের এক তরুনীর সঙ্গে। গুণায় মায়ের সঙ্গে বসবাস করত এই তরুণী।

মাসখানেক আগে শিবপুরী বেড়াতে যান তাঁর মা ৷ সেই সময় বাড়িতে একাই ছিলেন ওই তরুণী ৷

তিনি জানিয়েছেন এই সময় তাঁকে তার বাড়িতে নিয়ে যান এক প্রতিবেশি ৷ সেখানে একটা ঘরে বন্ধ করে রাখা হয় তাঁকে ৷ এর পর দিনের পর দিন চলে ধর্ষণ এবং অত্যাচার ৷ বেল্ট দিয়ে এলোপাথাড়ি মারধরও করা হয় তাকে ৷ খালি হাতেও মারধর করা হত রোজ।

এরপর তরুণীর কাটা জায়গায় লঙ্কার গুঁড়ো লাগিয়ে দেওয়া হত ৷ যাতে চিৎকার করতে না পারে তার জন্য জোরাল আঠা দিয়ে বন্ধ করে দেওয়া হত ঠোঁট ৷ কিন্তু কেন এই পাশবিক অত্যাচার? এ প্রসঙ্গে তরুণী জানিয়েছেন, অভিযুক্ত চাইছিল সে যাতে তাঁকে বিয়ে করে তাঁর বাড়ি জমি তাকে লিখে দেয় ৷

টানা একমাস বন্দি থাকার পরে গত মঙ্গলবার কোনও রকমে পালাতে সক্ষম হয়েছেন ওই তরুণী ৷ এরপর কোনও রকমে পায়ে হেঁটে নিকটবর্তী থানায় পৌঁছন তিনি ৷ পুলিশ জানিয়েছে, ওই তরুণী থানায় পৌঁছলে তার অবস্থা দেখে আঁতকে গিয়েছিলেন তাঁরা ৷ তরুণীর চোখ মারধরে ফুলে গিয়েছিল, সারা শরীর জুড়ে ছিল আঘাতের চিহ্ন৷ তরুণীর ঠোঁট ছিল আঠা দিয়ে জোড়া লাগানো । অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ৷ তাঁর বিরুদ্ধে ধর্ষণ, আপত্তিকর কথা, মারধর ইত্যাদির অভিযোগ আনা হয়েছে ৷

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র