মহারাষ্ট্রে আজব কাণ্ড! বরের বেশেই ভোট দিতে এসে ভাইরাল মহারাষ্ট্রের তরুণ

সংক্ষিপ্ত

শুক্রবার ২৬ এপ্রিল দেশের ৮৮ কেন্দ্রে লোক সভার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে।

শুক্রবার ২৬ এপ্রিল দেশের ৮৮ কেন্দ্রে লোক সভার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। মহারাষ্ট্রের একাধিক আসনে শেষ হয়েছে ভোটপর্ব। এর মধ্যে ঘটল আশ্চর্যজনক এক ঘটনা। বরের বেশে ভোট দিতে এলেন এক তরুণ। বিয়ে থাকলেও ভোট বাদ দেওয়া চলবে না। তাই বর বেশেই সপরিবারে হাজির হলেন মহারাষ্ট্রের এক ব্যক্তি।

শুক্রবার মহারাষ্ট্রের অমরাবতীতে বিয়ের দিনই পরিবার নিয়ে ভোট দিতে এসেছিলেন এক তরুণ। কনের সাজে ভোট কেন্দ্রে এসে সেই যুবকের মন্তব্য, "বিয়ের জন্য অপেক্ষা করা যায়, কিন্তু ভোট গুরুত্বপূর্ণ‍।"

Latest Videos

কিন্তু বিয়ের দিন ভোট দিতে এলে বিয়ে করবেন কখন! এই প্রশ্নের উত্তরে যুবকের জানান, "বিয়ে করবেন দুপুর দুটোয়, তার আগে তাই সপরিবারে ভোট দিয়ে এলেন।"

প্রসঙ্গত এ দিন মহারাষ্ট্রের ৮টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। দলে দলে মানুষ লোকসভা নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করতে আসছেন। তাই বিয়ের দিনেই ভোট পড়ে যাওয়ায় বরের পোশাকে সপরিবারে ভোট কেন্দ্রে হাজির হলেন এই যুবক।

Share this article
click me!

Latest Videos

‘ছিঃ মমতা! হিন্দু ধর্মকে নোংরা ধর্ম বলেন!’ মমতাকে চরম ধিক্কার শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari |
বিজেপির কালীঘাট চলো অভিযানে তুলকালাম, লকেটকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ