'মহারাষ্ট্রে পাকিস্তানি অভিনেতার ছবি দেখাতে দেব না,' হুঙ্কার রাজ ঠাকরের

Published : Sep 22, 2024, 06:31 PM ISTUpdated : Sep 22, 2024, 07:01 PM IST
fawad khan film the legend of maula jatt breaks pakistan box office records as per reports KPJ

সংক্ষিপ্ত

বালাকোটের ঘটনার পর থেকে ভারত-পাকিস্তানের সাংস্কৃতিক আদান-প্রদান পুরোপুরি বন্ধ। কিন্তু এরই মধ্যে ভারতে মুক্তি পেতে চলেছে পাকিস্তানের চলচ্চিত্র। এই ছবি নিয়ে যথারীতি রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

২ অক্টোবর ভারতে মুক্তি পেতে চলেছে পাকিস্তানের ছবি 'দ্য লিজেন্ড অফ মৌলা জাঠ'। কিন্তু দেশের অন্য রাজ্যগুলিতে এই ছবি মুক্তি পেলেও, মহারাষ্ট্রে দেখাতে দেবে না মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। রবিবার সোশ্যাল মিডিয়া পোস্টে এই হুঁশিয়ারিই দিলেন এমএনএস প্রধান রাজ ঠাকরে। তিনি কড়া বার্তা দিয়েছেন। মহারাষ্ট্রের কোনও সিনেমা হলে পাকিস্তানের ছবি দেখানো হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাজ। তিনি 'এক্স' হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ছবি দ্য লিজেন্ড অফ মৌলা জাঠ শীঘ্রই ভারতে মুক্তি পেতে চলেছে। এমএনএস কোনওভাবেই মহারাষ্ট্রে এই ছবি মুক্তি পেতে দেবে না। ভারতে কেন পাকিস্তানি অভিনেতাদের ছবি মুক্তি পাবে?’

সরকারের ভূমিকাতেও অখুশি এমএনএস প্রধান

পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক শীতল হওয়া সত্ত্বেও যেভাবে পাকিস্তানের ছবি এদেশে মুক্তি পাচ্ছে, তাতে কেন্দ্রীয় সরকারের ভূমিকায় খুশি নন এমএনএস প্রধান। তিনি 'এক্স' হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘শিল্পের কোনও সীমানা হয় না। কিন্তু সেটা অন্য ক্ষেত্রে প্রযোজ্য, পাকিস্তানি অভিনেতাদের ক্ষেত্রে নয়। পাকিস্তানি অভিনেতাদের ক্ষেত্রে এই যুক্তি খাটবে না। শুধু মহারাষ্ট্রেই নয়, ভারতের কোনও রাজ্যেই এই ছবি মুক্তি পেতে দেওয়া উচিত নয় সরকারের।’

 

 

সিনেমা হল মালিকদের হুঁশিয়ারি রাজের

মহারাষ্ট্রের রাজনীতিতে গত এক দশকে এমএনএস-এর প্রভাব অনেকটাই কমে গিয়েছে। তবে এবার পুরনো মেজাজে ফিরতে চাইছেন রাজ। তিনি কট্টরপন্থাই বেছে নিচ্ছেন। মহারাষ্ট্রের সিনেমা হল মালিকদের পুরনো কথা মনে করিয়ে দিয়ে ‘এক্স’ হ্যান্ডলে রাজ লিখেছেন, ‘অতীতে এই ধরনের ঘটনায় এমএনএস কী করেছিল, সেটা সবারই মনে থাকবে। তাই সিনেমা হল মালিকদের বিনম্রভাবে অনুরোধ করা হচ্ছে, ছবি দেখিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্রথম ছবির পারিশ্রমিক ছিল মাত্র ১০ টাকা, বলুন তো জনপ্রিয় এই হিন্দি ছবির নায়িকা কে

নেট পাড়ায় ফের উষ্ণতা ছড়ালেন করিনা! অভিনেত্রীর লাল গাউনের ছবি দেখে মত্ত নেটিজেনরা

বিচ্ছেদের পরেও জনপ্রিয়! অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থের বিবাহের ছবি ফের ভাইরাল নেট দুনিয়ায়

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo