লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা, মাসে মিলবে ২১০০ টাকা ভাতা, আসছে মোদী সরকারের নতুন স্কিম

Published : Feb 12, 2025, 07:45 AM IST

মোদী সরকারের নতুন মহিলা সম্মান যোজনায় মাসে ২১০০ টাকা করে পাবেন ১৮ বছরের বেশি বয়সী মহিলারা। সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় আবেদন করতে হবে।

PREV
110

মমতা সরকার ক্ষমতায় আসার পর চালু করেছে লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের মহিলাদের জন্য এই ভাতা।

210

মাসে মাসে জেনারেল কাস্টের মহিলাদের ১০০০ এবং SC বা ST মহিলাদের ১২০০ টাকা দিয়ে থাকে সরকার।

310

এবার মমতার লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে আসছে মোদী সরকার। আসছে মহিলা সম্মান যোজনা।

410

দেশের মহিলারা যাতে আর্থিক দিক থেকে পিছিয়ে না পড়ে তাই এই স্কিন চালু করা হয়েছে।

510

মহিলা সম্মান যোজনায় মাসে মাসে ২১০০ টাকা করে দেবে সরকার। যাদের বয়স ১৮-র বেশি তারাই পাবেন এই সুবিধা।

610

তবে, মহিলা সম্মান যোজনার সম্পূর্ণ প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে হবে। স্বচ্ছতা বজায় রাখতে ও মানুষের হয়রানি কমাতে এই সিদ্ধান্ত।

710

মহিলা সম্মান যোজনা মহিলাদের স্বাবলম্বী করে তুলতে চালু হয়েছে। মাসে মাসে ২১০০ টাকে দেবে মোদী।

810

যারা মহিলা সম্মান যোজনা স্কিমে আবেদন রতে চান তারা অনলাইনে আবেদন করুন।

910

মহিলা সম্মান যোজনা-র রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। আবাদেন করার সময় আপনার নথি যথা আধার, প্যান এগুলো সঙ্গে রাখুন।

1010

মহিলা সম্মান যোজনা-য় রেজিস্ট্রেশনে পর হবে ভেরিফিকেশন। এই পদ্ধতি পার করলে মিলবে ২১০০ টাকা করে।

click me!

Recommended Stories