মমতা সরকার ক্ষমতায় আসার পর চালু করেছে লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের মহিলাদের জন্য এই ভাতা।
মাসে মাসে জেনারেল কাস্টের মহিলাদের ১০০০ এবং SC বা ST মহিলাদের ১২০০ টাকা দিয়ে থাকে সরকার।
এবার মমতার লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে আসছে মোদী সরকার। আসছে মহিলা সম্মান যোজনা।
দেশের মহিলারা যাতে আর্থিক দিক থেকে পিছিয়ে না পড়ে তাই এই স্কিন চালু করা হয়েছে।
মহিলা সম্মান যোজনায় মাসে মাসে ২১০০ টাকা করে দেবে সরকার। যাদের বয়স ১৮-র বেশি তারাই পাবেন এই সুবিধা।
তবে, মহিলা সম্মান যোজনার সম্পূর্ণ প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে হবে। স্বচ্ছতা বজায় রাখতে ও মানুষের হয়রানি কমাতে এই সিদ্ধান্ত।
মহিলা সম্মান যোজনা মহিলাদের স্বাবলম্বী করে তুলতে চালু হয়েছে। মাসে মাসে ২১০০ টাকে দেবে মোদী।
যারা মহিলা সম্মান যোজনা স্কিমে আবেদন রতে চান তারা অনলাইনে আবেদন করুন।
মহিলা সম্মান যোজনা-র রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। আবাদেন করার সময় আপনার নথি যথা আধার, প্যান এগুলো সঙ্গে রাখুন।
মহিলা সম্মান যোজনা-য় রেজিস্ট্রেশনে পর হবে ভেরিফিকেশন। এই পদ্ধতি পার করলে মিলবে ২১০০ টাকা করে।
Sayanita Chakraborty