'তিক্ত ব্যক্তিগত সম্পর্ক'-এর জের, এথিক্স কমিটির সামনে উপস্থিত হয়ে বললেন মহুয়া মৈত্র

Published : Nov 02, 2023, 03:28 PM IST
Mahua Maitra

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ সংসদীয় এথিক্স কমিটির সামনে উপস্থিত হয়ে মহুয়া মৈত্র বলেন, তিক্ত সম্পর্কের কারণে টাকার বিনিময় প্রশ্ন করার বিষয়টিকে ইস্যু করছে কেন্দ্রীয় সরকার। 

টাকার বিনিময় প্রশ্ন ইস্যুতে সংসদীর এথিক্স কমিটির সামনে উপস্থিত তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তিনি কমিটির সামনে ভাঙলেও মচকালেন না। তিনি বলেন, 'তিক্ত ব্যক্তিগত সম্পর্ক'-এর জন্যই তাঁকে হেনস্থা হতে হচ্ছে। টাকার বিনিময় সংসদে তিনি প্রশ্ন করেছেন কিনা সেই প্রশ্নেরও সরাসরি উত্তর দিয়েছেন তৃণমূল সাংসদ। পাশাপাশি তিনি জানিয়েছে ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকে তিনি তাঁর সংসদীয় অ্যাকাউন্ট লগইন করতে বা ব্যবহার করতে দিয়েছিলেন কিনা।

বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ সংসদীয় এথিক্স কমিটির সামনে উপস্থিত হয়ে মহুয়া মৈত্র বলেন, তিক্ত সম্পর্কের কারণে টাকার বিনিময় প্রশ্ন করার বিষয়টিকে ইস্যু করছে কেন্দ্রীয় সরকার। তিনি ব্যবসায়ী হিরানন্দানির সঙ্গে তাঁর সংসদীয় অফিসিয়াল অ্যাকাউন্টের লগইন আর পাসওয়ার্ড শেয়ার করেছিলেন। কিন্তু তাঁর পরই তাঁর দাবি ব্যবসায়ীকে তাঁর অ্যাকাউন্টের অ্যাক্সেস দিলেও তিনি যে প্রশ্নগুলি করেছিলেন বা যেসব অভিযোগগুলি তুলেছিলেন সেহুলি একান্তই তাঁর নিজস্ব। কেউ তাঁকে এই প্রশ্ন দিয়ে দেয়নি।

কমিটি সূত্রের খবর টাকার বিনিময় প্রশ্ন ইস্যুতে প্রথমে সংসদের প্রযুক্তি বিশেষজ্ঞদের বয়ান নথিভুক্ত করা হয়েছে। তারপরই জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে প্রথম পর্বের জিজ্ঞাসাবাদ। দ্বিতীয় পর্বে জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে। মহুয়াকে দুটি প্রশ্ন করা হয়েছে। একটি হল ব্যবসায়ীর সঙ্গে তিনি লগ ইন আইডি ও পাসওয়ার্ড শেয়ার করেছিলেন কিনা। দ্বিতীয় হল বিদেশ থেকে তাঁর অ্যাকাউন্টে লগইন করা হয়েছে কিনা। সংসদীয় কমিটির দাবি তাদের কাছে প্রমান রয়েছে বিদেশ থেকে প্রায় ৪৭ বার মহুয়ার অ্য়াকাউন্টে লগইন করা হয়েছিল।

বিজেপি নেতা নিশিকান্ত দুবে মহুয়ার বিরুদ্ধে প্রথম টানা নিয়ে প্রশ্ন করার অভিোগ করেন। তাঁর পাশাপাশি আইনজীবী জয় অনন্ত দৈহাদ্রিও মহুয়ার বিরুদ্ধে একই অভিযোগ করেন। গত ২৬ অক্টোবর দুই জনকেই জিজ্ঞাসাবাদ করেছে সংসদের এথিক্স কমিটি।

আরও পড়ুনঃ

Mahua Moitra: রীতিমত চাপে মহুয়া মৈত্র? সমন পাঠানোর ইঙ্গিত এথিক্স কমিটির চেয়ারম্যানের

Mahua Moitra Viral Video- লোকসভায় দাঁড়িয়ে অশালীন শব্দ ব্যবহার মহুয়া মৈত্রের, দেখুন ভাইরাল ভিডিও

Mahua Moitra Slams PM: 'গঙ্গাস্নান অনেক হয়েছে', লাখিমপুরকাণ্ডে মোদীকে নিশানা মহুয়া মৈত্রের

PREV
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!