লাগাতার বৃষ্টিতে নাজেহাল! বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক দেহাবশেষ, সিকিমে মৃত্যু মিছিল

Published : Jun 11, 2024, 05:31 PM IST
sikkim flood

সংক্ষিপ্ত

লাগাতার বৃষ্টিতে নাজেহাল! বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক দেহ, সিকিমে মৃত্যু মিছিল

সিকিমে ভয়াবহ বিপর্যয়! অনবরত বৃষ্টির জেরে নাজেহাল জনজীবন। ইতিমধ্যেই তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আকাশ ভাঙা বৃষ্টির জেরে দক্ষিণ সিকিমে বন্য পরিস্থিতি তৈরি হয়েছে।

মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে ৮টি বাড়ি। সিকিমের ইয়াঙ্গনের মাজুয়া গ্রামের পরিস্থিতি সবচেয়ে সঙ্কটজনক বলে জানা গিয়েছে।

বৃষ্টির জেরে দুর্ঘটনার মুখে পড়েছেন পর্যটকেরাও। বহু পর্যটকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যে উদ্ধারকাজও শুরু হয়ে গিয়েছে। তুমুল আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি হয়েছে সিকিমে।

লাগাতার বৃষ্টিতে ধস নেমেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ সিকিমে। মোট আটটি বাড়ি একেবারে ধসে গিয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার করা হয়েছে তিন জনের দেহ। এখনও পর্যন্ত চলছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে অনুমান করছে তদন্ততকারী সংস্থাটি।

সিকিমের ইয়াঙ্গনের হেলিপ্যাডকে আশ্রয়স্থল করা হয়েছে। প্রায় ৫০টির মতো পরিবার আশ্রয় নিয়েছেন ওই হেলিপ্যাডে। মজুয়াগ্রামের বাড়ির ধ্বংস স্তূপ সরানোর কাজ চলছে। এই ধ্বংস স্তূপ সরানোর কাজে লেগে পড়েছেন স্থানীয়রাও। ধসের নিচে থেকে উদ্ধার হয়েছে একাধিক দেহাবশেষ। এখনও পর্যন্ত মোট কত জনের মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।

PREV
click me!

Recommended Stories

লক্ষ্য বাংলা জয়, কাল প্রথম বৈঠকেই বড় বার্তা দিতে পারেন বিজেপি সভাপতি নিতিন নবীন
প্রজাতন্ত্র দিবসে প্রথমবার আসছে ভারতের হাইপারসনিক মিসাইল, জানুন এটি ঠিক কতটা শত্তিশালী