এদিকে এবার ন্যূনতম বেতনের মধ্যে আর কেবল খাবার, পোশাক, বাসস্থান নয়। সঙ্গে মোবাইল ও ইন্টারনেট বিলও মিলবে। বিভিন্ন কর্মচারী ইউনিয়নগুলো দাবি করেছে যে বর্তমান ডিজিটাল চাহিদা অনুসারে ন্যূনতম বেতন নির্ধারন করার। তাদের দাবি, ন্যূনতম বেতন নির্ধারণের সময় তাতে মোবাইল রিচার্জ, ইন্টারনেট ডেটা, ওয়াই-ফাই এবং অন্যান্য ডিজিটাল খরচ অন্তর্ভুক্ত করা হোক।