অষ্টম বেতন কমিশনে প্রায় দ্বিগুণের অধিক হচ্ছে সরকারি কর্মীদের বেতন, সরকার কীভাবে সামাল দেবে এই খরচ?

Published : Nov 22, 2025, 05:40 PM IST

অষ্টম বেতন কমিশনের ফলে সরকারি কর্মী ও পেনশনভোগীদের বেতন ২০-২৫% বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। ন্যূনতম বেতনে মোবাইল ও ইন্টারনেট বিল অন্তর্ভুক্তির দাবি উঠেছে। এই বৃদ্ধিতে সরকারের খরচ বাড়বে। কীভাবে খরচ সামাল দেবে সরকার?

PREV
15

দীর্ঘদিন ধরে আলোচনার শীর্ষে রয়েছে অষ্টম বেতন কমিশন। প্রতি দশ বছর অন্তর গঠিত হয় পে কমিশন। এর দ্বারা বেতন বৃদ্ধি হয় সরকারি কর্মীদের। তেমনই বাড়বে পেনশনও। আশা করা হচ্ছে প্রায় ২০ থেকে ২৫ শতাংশ মতো আয় বাড়তে চলেছে। যার দ্বারা উপকৃত হবেন আড়াই কোটি মানুষ।

25

এই বেতন বৃদ্ধি দ্বারা সরকারি কর্মী ও পেনশনভোগীরা উপকৃত হতে চলেছেন। বিশেষজ্ঞের মতে, এই বৃদ্ধিতে সরকারের খরচ বাড়বে। এর প্রভাব পড়বে ভারতীয় অর্থনীতির ওপর। ঘাটতি জিডিপি-র ৫ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। রাজ্যগুলোর উন্নয়নে জন্য অর্থ কম থাকবে।

35

এদিকে এবার ন্যূনতম বেতনের মধ্যে আর কেবল খাবার, পোশাক, বাসস্থান নয়। সঙ্গে মোবাইল ও ইন্টারনেট বিলও মিলবে। বিভিন্ন কর্মচারী ইউনিয়নগুলো দাবি করেছে যে বর্তমান ডিজিটাল চাহিদা অনুসারে ন্যূনতম বেতন নির্ধারন করার। তাদের দাবি, ন্যূনতম বেতন নির্ধারণের সময় তাতে মোবাইল রিচার্জ, ইন্টারনেট ডেটা, ওয়াই-ফাই এবং অন্যান্য ডিজিটাল খরচ অন্তর্ভুক্ত করা হোক।

45

এদিকে আবার প্রশ্ন উঠেছে, অষ্টম পে কমিশন থেকে কি বাদ যাবে পেনশনভোগীরা? জানা গিয়েছে, নির্মলা সীতারামনকে একটি চিঠি দিয়েছিল AIDEFI সংগঠন। যাতে ৬৯ লক্ষ পেনশনভোগীদের কথা উল্লেখ নেই। সেই ভুল সংশোধন করে নতুন নির্দেশিকা জারির দাবি উঠেছে।

55

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে ঘোষণা হয়েছিল অষ্টম পে কমিশনের। সব ঠিক থাকতে প্রায় দ্বিগুণ বেতন বাড়বে কর্মীদের। এবার ন্যূনতম বেতন হবে ৫১,২০০ টাকা। আর ন্যূনতম পেনশন প্রায় ২১,০০০ টাকা।

Read more Photos on
click me!

Recommended Stories