বড় সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ, সি-৬০ কম্যান্ডোদের হাতে খতম ১২ মাওবাদী

মাওবাদী দমনে বড় সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ (Maharashtra Police)। ছত্তিশগড়ের পর এবার মহারাষ্ট্রে নিরাপত্তাবাহিনীর অভিযানে খতম হল ১২ মাওবাদী।

Subhankar Das | Published : Jul 17, 2024 5:38 PM IST

মাওবাদী দমনে বড় সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ (Maharashtra Police)। ছত্তিশগড়ের পর এবার মহারাষ্ট্রে নিরাপত্তাবাহিনীর অভিযানে খতম হল ১২ মাওবাদী।

বুধবার, গঢ়ছিরৌলি জেলায় মহারাষ্ট্র পুলিশের বিশেষ মাওবাদী দমন বাহিনীর বিশেষ শাখা সি-৬০ কম্যান্ডোদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। অপরদিকে মাওবাদীদের পাল্টা গুলিতে গুরুতর জখম হয়েছেন দুই কম্যান্ডো। নাগপুরের হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।

Latest Videos

মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র বাহিনী পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র সহযোগী পেরিমিলি এবং টিপাগড় দলের সক্রিয় সদস্য। গঢ়ছিরৌলি জেলার পুলিশ সুপার নীলোৎপল বাবুর কথায়, “বুধবার দুপুর থেকে প্রায় ৬ ঘণ্টা ধরে সি-৬০ কমান্ডোদের সঙ্গে মাওবাদীদের তুমুল গুলির লড়াই চলে।

তিনি জানান, মোট ১২ জন মাওবাদীকে খতম করা হয়েছে। সেইসঙ্গে, উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র এবং গোলাবারুদ। যার মধ্যে তিনটি একে-৪৭ রাইফেল রয়েছে। এছাড়াও দুটি ইনসাস রাইফেল, একটি ৯-এমএম কার্বাইন, একটি ৭.৬২ এসএলআর সহ সাতটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

এদিকে পুলিশ সুপার জানিয়েছেন, নিহত মাওবাদীদের মধ্যে একজনের নাম হল ডিভিসিএম লক্ষ্মণ অতরাম ওরফে বিশাল অতরাম। তিনি আবার পিএলজিএ-র টিপাগড় দলের প্রধান ছিলেন। গত মার্চ মাস থেকে মাওবাদীরা তাদের সাংগঠনিক জোর বাড়াতে ‘ট্যাকটিক্যাল কাউন্টার অফেন্সিভ ক্যাম্পেন’ (টিসিওসি) শুরু করেছে গঢ়ছিরৌলি এলাকায়।

তাই তারপর থেকেই মূলত পাহাড় এবং জঙ্গলে ঘেরা এলাকায় লাগাতার নিরাপত্তাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটছে। এমনকি, গত মে মাসে ভামরাগড় তালুকের কাছে কাটরাঙ্গাট্টা গ্রামের অদূরেই এক জঙ্গলে পুলিশি অভিযানে তিন মাওবাদীর মৃত্যু হয়।

আর এবার ফের মাওবাদী দমনে বড় সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ। খতম করা হল ১২ জন মাওবাদীকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
বাজি পোড়াতে গিয়ে হলো বিপত্তি! মর্মান্তিক ঘটনার সাক্ষী রইলো Uluberia | Howrah News Today
'এদের সঙ্গে জানোয়ারের তুলনা জানোয়ারের অপমান' ফালাকাটার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ শুভেন্দুর
'এই তৃণমূলকে উপরে ফেলব' মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচারে গিয়ে হুঙ্কার শুভেন্দুর | Suvendu A