বড় সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ, সি-৬০ কম্যান্ডোদের হাতে খতম ১২ মাওবাদী

মাওবাদী দমনে বড় সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ (Maharashtra Police)। ছত্তিশগড়ের পর এবার মহারাষ্ট্রে নিরাপত্তাবাহিনীর অভিযানে খতম হল ১২ মাওবাদী।

মাওবাদী দমনে বড় সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ (Maharashtra Police)। ছত্তিশগড়ের পর এবার মহারাষ্ট্রে নিরাপত্তাবাহিনীর অভিযানে খতম হল ১২ মাওবাদী।

বুধবার, গঢ়ছিরৌলি জেলায় মহারাষ্ট্র পুলিশের বিশেষ মাওবাদী দমন বাহিনীর বিশেষ শাখা সি-৬০ কম্যান্ডোদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। অপরদিকে মাওবাদীদের পাল্টা গুলিতে গুরুতর জখম হয়েছেন দুই কম্যান্ডো। নাগপুরের হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।

Latest Videos

মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র বাহিনী পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র সহযোগী পেরিমিলি এবং টিপাগড় দলের সক্রিয় সদস্য। গঢ়ছিরৌলি জেলার পুলিশ সুপার নীলোৎপল বাবুর কথায়, “বুধবার দুপুর থেকে প্রায় ৬ ঘণ্টা ধরে সি-৬০ কমান্ডোদের সঙ্গে মাওবাদীদের তুমুল গুলির লড়াই চলে।

তিনি জানান, মোট ১২ জন মাওবাদীকে খতম করা হয়েছে। সেইসঙ্গে, উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র এবং গোলাবারুদ। যার মধ্যে তিনটি একে-৪৭ রাইফেল রয়েছে। এছাড়াও দুটি ইনসাস রাইফেল, একটি ৯-এমএম কার্বাইন, একটি ৭.৬২ এসএলআর সহ সাতটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

এদিকে পুলিশ সুপার জানিয়েছেন, নিহত মাওবাদীদের মধ্যে একজনের নাম হল ডিভিসিএম লক্ষ্মণ অতরাম ওরফে বিশাল অতরাম। তিনি আবার পিএলজিএ-র টিপাগড় দলের প্রধান ছিলেন। গত মার্চ মাস থেকে মাওবাদীরা তাদের সাংগঠনিক জোর বাড়াতে ‘ট্যাকটিক্যাল কাউন্টার অফেন্সিভ ক্যাম্পেন’ (টিসিওসি) শুরু করেছে গঢ়ছিরৌলি এলাকায়।

তাই তারপর থেকেই মূলত পাহাড় এবং জঙ্গলে ঘেরা এলাকায় লাগাতার নিরাপত্তাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটছে। এমনকি, গত মে মাসে ভামরাগড় তালুকের কাছে কাটরাঙ্গাট্টা গ্রামের অদূরেই এক জঙ্গলে পুলিশি অভিযানে তিন মাওবাদীর মৃত্যু হয়।

আর এবার ফের মাওবাদী দমনে বড় সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ। খতম করা হল ১২ জন মাওবাদীকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia