উত্তর ব্যাঙ্গালুরুতে হাড় হিম করা ঘটনা! ষাঁড়ের গুঁতোয় আহত বাইক আরোহী

Published : Apr 06, 2024, 11:19 AM IST
Man by bull in Bangalore video goes viral on internet

সংক্ষিপ্ত

উত্তর ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর ঘটনা। দিনে দুপুরে যাঁড়ের ধাক্কায় আহত এক ব্যক্তি।

উত্তর ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর ঘটনা। দিনে দুপুরে যাঁড়ের ধাক্কায় আহত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তর ব্যাঙ্গালুরুর রাজাজিনগরে। অন্যান্য দিনের মতো যান চলাচল হচ্ছিল রাস্তায়। রাজাজিনগরার কাছে মহালক্ষ্মী লে আউটের রাস্তায় বাইক নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। সেখানেই ঘটে ভয়ঙ্কর ঘটনা। আচমক একটি যাঁড় ছুটে এসে আক্রমণ করে বাইক চালকটিকে।

উল্টোদিক থেকেই ধেয়ে আসছিল একটি ট্রাক। ষাঁড়ের ধাক্কায় ট্রাকের চাকার নিচে পড়ে যায় ওই বাইক আরোহী। কিন্তু কোনও মতে বরাত জোরে প্রাণ বাঁচে তাঁর। ট্রাকের চালকের কী খেয়াল হয়, তখনই একেবারে কমিয়ে দেন গাড়ির গতি। আর তাতেই বেঁচে যান সেই বাইক চালক। পুরো ঘটনাটিই সিসিটিভিতে ধরা পড়েছে। এই ভিডিওই ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভয়ঙ্কর এই দৃশ্য দেখে হাড় হিম হয়ে গিয়েছে নেটিজেনদের।

 

 

আরও পড়ুন: আসানসোলে নবম শ্রেণির পড়ুয়াকে গণধর্ষণ! ক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসী

উল্লেখিত যাঁড়টির সাজ দেখে তা কারও পোশা বলেই মনে করা যাচ্ছে ভিডিওটি দেখে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, নিজের মতো হেঁটে আসছিল যাঁড়টি। কিন্ত হঠাৎই চলন্ত বাইক আরোহীকে সিং দিয়ে গুঁতোয় যাঁড়টি। পরে বাইক আরোহীকে উদ্ধার করা হয়।

PREV
click me!

Recommended Stories

ইম্ফল রোডে তোলাবাজির অভিযোগ, ইউএনএলএফ ক্যাডারকে গ্রেফতার করল মণিপুর পুলিশ
'ভারত বাবরের দেশ নয়', হুঙ্কার রামদেবের, পাল্টা তোপ তৃণমূলের শত্রুঘ্নর