Kangana Ranaut: নেতাজিকে প্রথম প্রধানমন্ত্রী বলে ট্রোলড কঙ্গনা রানাউত

লোকসভা নির্বাচনে হঠাৎই প্রাসঙ্গিক হয়ে উঠলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সৌজন্যে হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী কঙ্গনা কানাউত।

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এ বিষয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু ১৯৪৭ সালের ১৫ অগাস্ট আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভের আগে বিক্ষিপ্তভাবে ভারতের কয়েকটি জায়গা কিছুদিনের জন্য ইংরেজ শাসনমুক্ত করা সম্ভব হয়েছিল। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামকে যেমন সাময়িকভাবে স্বাধীন করা সম্ভব হয়েছিল, তেমনই নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীও ভারতে প্রবেশ করে কয়েকটি জায়গা থেকে ব্রিটিশদের হটিয়ে দিতে পেরেছিল। সেই সময় নেতাজিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছিল। সিঙ্গাপুরে থাকার সময় আজাদ হিন্দ বাহিনীর সরকারও গঠন করা হয়েছিল। সেই ঘটনার কথা উল্লেখ করে নেতাজিকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী বলেছেন কঙ্গনা। এ কথা বলার জন্য সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েছেন তিনি। পাল্টা সমালোচকদের ইতিহাসের পাঠ দিচ্ছেন কঙ্গনা।

সমালোচকদের পাল্টা কটাক্ষ কঙ্গনার

Latest Videos

সোশ্যাল মিডিয়া পোস্টে সমালোচকদের পাল্টা আক্রমণ করে কঙ্গনা লিখেছেন, ‘যাঁরা ভারতের প্রথম প্রধানমন্ত্রী নিয়ে আমাকে জ্ঞান দিচ্ছেন, তাঁরা পড়ে দেখুন। যাঁরা প্রথমবার পড়ছেন, তাঁরা কিছুটা সাধারণ জ্ঞান অর্জন করুন। যে মহাজ্ঞানীরা আমাকে শিক্ষা নিতে বলছেন, তাঁদের জানা উচিত, আমি ইমার্জেন্সি নামে একটি ছবির চিত্রনাট্য লিখেছি, অভিনয় করেছি, পরিচালনা করেছি। এই ছবিতে নেহরু পরিবারের কথাই তুলে ধরা হয়েছে। ফলে আমার চেয়ে নিজেদের বেশি জ্ঞানী মনে করে আমাকে কিছু বোঝানোর চেষ্টা করবেন না। আমি যদি আপনাদের জ্ঞান ও বুদ্ধিতে কুলোয় না এমন কোনও বিষয়ে কথা বলি, তাহলে আমি কিছু জানি না এ কথা ভেবে থাকলে আপনারাই হাসির পাত্র হয়ে উঠবেন।’

 

 

কঙ্গনার সমালোচনায় বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা

নেতাজিকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী বলায় কঙ্গনাকে কটাক্ষ করেছেন সিপিআইএম নেত্রী সুভাষিনী আলি, বিআরএস নেতা কে টি রামা রাও। তবে কঙ্গনা নিজের মতে অনড়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Netaji Birthday 2024: 'নেতাজি জয়ন্তীকে ভারতের জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হোক', আরও একবার সরব হলেন মমতা

Netaji Jayanti 2024: সুভাষচন্দ্র বসুর রহস্যময় অন্তর্ধান নিয়ে আজও চলছে গবেষণা, নেতাজি জয়ন্তীতে ফিরে দেখা সেই স্মৃতি

Netaji: 'কোনও সরকারের সমপ্তি ঘোষণা...', সিভিল সার্ভিসে যোগ না দিয়ে বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia