টাকার বিনিময়ে পরীক্ষার আগেই প্রশ্ন পেয়েছিল ছাত্র! সর্বভারতীয় ডাক্তারী পরীক্ষার এ কী হাল?

Published : Jun 15, 2024, 09:05 AM IST
neet exam bihar

সংক্ষিপ্ত

টাকার বিনিময়ে পরীক্ষার আগেই  প্রশ্ন পেয়েছিল ছাত্র !সর্বভারতীয় ডাক্তারী পরীক্ষার এ কী হাল? 

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস! সর্ব ভারতীয় এই পরীক্ষা নিয়ে উঠে এসেছে একাধিক অভিযোগ। আয়ুশ রাজ নামের এক পরীক্ষার্থী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে বলে ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পাটনা পুলিশ। টাকার বিনিময়ে প্রশ্নপত্র পেয়েছিল আয়ুশ। শুধু আয়ুশই নয়, এই ঘটনায় মোট ১৯ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে বিহার পুলিশ।

এপ্রঙ্গে অভিযুক্ত ছাত্র আয়ুশ জানান, " পাটনার লার্ন হোস্টেলে আমাকে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথম আমি প্রশ্নপত্র পাই, তার সঙ্গে উত্তরপত্রও ছিল। পরে পরীক্ষার হসে গিয়ে সেই প্রশ্ন পত্র ও পরীক্ষার প্রশ্নপত্র হুবহু এক।"

তবে প্রশ্নপত্র ফাঁস নিয়ে এখনও মানতে নারাজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, " নিট পরীক্ষার কোনও রকম দুর্নীতির প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। প্রশ্নপত্র ফাঁস হয়নি। তাই এই এনটিএয়র উপরে অভিযোগ আনার কোনও প্রশ্নই ওঠে না।

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল