টাকার বিনিময়ে পরীক্ষার আগেই প্রশ্ন পেয়েছিল ছাত্র! সর্বভারতীয় ডাক্তারী পরীক্ষার এ কী হাল?

টাকার বিনিময়ে পরীক্ষার আগেই  প্রশ্ন পেয়েছিল ছাত্র !সর্বভারতীয় ডাক্তারী পরীক্ষার এ কী হাল? 

Anulekha Kar | Published : Jun 15, 2024 3:35 AM IST

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস! সর্ব ভারতীয় এই পরীক্ষা নিয়ে উঠে এসেছে একাধিক অভিযোগ। আয়ুশ রাজ নামের এক পরীক্ষার্থী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে বলে ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পাটনা পুলিশ। টাকার বিনিময়ে প্রশ্নপত্র পেয়েছিল আয়ুশ। শুধু আয়ুশই নয়, এই ঘটনায় মোট ১৯ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে বিহার পুলিশ।

এপ্রঙ্গে অভিযুক্ত ছাত্র আয়ুশ জানান, " পাটনার লার্ন হোস্টেলে আমাকে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথম আমি প্রশ্নপত্র পাই, তার সঙ্গে উত্তরপত্রও ছিল। পরে পরীক্ষার হসে গিয়ে সেই প্রশ্ন পত্র ও পরীক্ষার প্রশ্নপত্র হুবহু এক।"

তবে প্রশ্নপত্র ফাঁস নিয়ে এখনও মানতে নারাজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, " নিট পরীক্ষার কোনও রকম দুর্নীতির প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। প্রশ্নপত্র ফাঁস হয়নি। তাই এই এনটিএয়র উপরে অভিযোগ আনার কোনও প্রশ্নই ওঠে না।

Share this article

Latest Videos

click me!

Latest Videos

Daily Horoscope Live: ১৪ জুন শুক্রবার মেষ থেকে মীন রাশির কেমন কাটবে আজকের দিন, দেখুন জ্যোতিষ কথা
Manoj Tigga | বিধায়কপদ থেকে ইস্তফা দিলেন মনোজ টিগ্গা, ফিরিয়ে দিলেন আই কার্ড ও গাড়ি
Madan Mitra | 'দেব আমাকে ক্ষমা করে দিস ভাই' কেন ক্ষমা চাইলেন মদন মিত্র?
আছে প্রমাণ, বড় পদক্ষেপ! রেখা, ববি, হিরণকে নিয়ে 'খেলা' ঘোরাবেন শুভেন্দু! দেখুন | Suvendu Adhikari
AC Installed in Nadia School | প্রবল গরমে নাজেহাল পড়ুয়ারা, চাঁদা তুলে ক্লাসরুমে AC বসালেন শিক্ষকরাই